Rajbari Stadium: পুরসভার কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে রাজবাড়ি স্টেডিয়ামের! বিস্ফোরক অভিযোগে যা ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ

Last Updated:

রাজবাড়ি স্টেডিয়ামের সৌন্দর্য নষ্ট হচ্ছে এমনটাই জানিয়েছেন বেশকিছু মানুষ

+
কোচবিহার

কোচবিহার রাজবাড়ি স্টেডিয়াম

কোচবিহার: কোচবিহারের সদর শহরে রাজবাড়ির পাশেই অবস্থিত রাজবাড়ি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ইতিহাস অনেকটাই পুরোনো। তবে দীর্ঘ সময় ধরে এই স্টেডিয়ামে বড় কোন খেলার আয়োজন করা হয় না। ছোটখাটো বেশকিছু খেলার আয়োজন হয় এখানে। বর্তমানে এই স্টেডিয়ামের সৌন্দর্য নষ্ট হচ্ছে এমনটাই জানাচ্ছিলেন বেশকিছু মানুষ। আর এর মূল কারণ হল পুরসভার জলের ট্যাঙ্ক স্টেডিয়ামের ভিতরে রাখার বিষয়টি। দীর্ঘ সময় ধরে এই জলের ট্যাঙ্কগুলি স্টেডিয়ামের ভিতরে পড়ে রয়েছে এমনটাই দাবি বেশকিছু মানুষের।
তবে এই বিষয়ে ডিএসএ সেক্রেটারি সুব্রত দত্ত জানান, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ডিএসএ সহায়তা পায় পুরসভার কাছ থেকে। বিভিন্ন খেলার সময় জলের ট্যাঙ্ক সাপ্লাই দেওয়া থেকে শুরু করে। মাঠ পরিষ্কার করতে সুইপিং স্টাফ প্রদান করা। এই সকল বিষয়গুলি শুধু জানানো মাত্রই পুরসভা প্রদান করে ডিএসএ-কে। তাই পুরসভার জলের ট্যাঙ্ক রাখার বিষয়ে আলাদা করে তাঁদের বলার কিছু নেই। তাঁরা কোচবিহারের পুরসভার চেয়ারম্যান তথা ডিএসএ-এর সহ-সভাপতিকে জানিয়েছেন বিষয়টি। তিনি তাঁদের আশ্বস্ত করেছেন দ্রুত তাঁরা এই ট্যাঙ্কগুলি সরানোর ব্যবস্থা করবেন।
advertisement
advertisement
এই বিষয়ে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ মজুমদার জানান, পুরসভার জায়গার কিছুটা ঘাটতি রয়েছে। সেই তুলনায় জলের ট্যাঙ্ক ও গাড়ির সংখ্যা বেশি। তাই সেগুলি রাখতে কিছুটা সমস্যা হয়। তবে স্টেডিয়ামের ট্যাঙ্কগুলি গ্যারেজ কর্মীরা রেখেছেন। তাই চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সেইগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করা করা হবে। স্টেডিয়ামের সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব তাঁদেরও রয়েছে। এছাড়া পুরসভার আলাদা গাড়ি রাখার জায়গা তৈরি হলে এই সমস্যা মিটে যাবে। তখন আর পুরসভার গাড়ি যেখানে সেখানে পড়ে থাকবে না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও কোচবিহার পুরসভার চেয়ারম্যান জেলার বাইরে থাকার কারণে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন যে, চেয়ারম্যান দ্রুত সেগুলো সরানোর ব্যবস্থা করছেন। বর্তমান সময়ে পুরসভার গাড়িগুলি দ্রুত সরিয়ে ফেলা হলে, স্টেডিয়াম দেখতে আরও অনেকটা সুন্দর হয়ে উঠবে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Rajbari Stadium: পুরসভার কারণে সৌন্দর্য নষ্ট হচ্ছে রাজবাড়ি স্টেডিয়ামের! বিস্ফোরক অভিযোগে যা ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement