Jalpaiguri News: পোল্ট্রি ফার্মে মুরগিদের রাতের খাবার দিতে গিয়ে সর্বনাশ! তড়িদাহত হয়ে মৃত্যু মা ও ছেলের
- Reported by:SUROJIT DEY
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
বৃষ্টির রাতে পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে একই পরিবারের তিনজন তড়িদাহত। মৃত্যু হয়েছে মা ও ছেলের। এক জন চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
জলপাইগুড়ি: বৃষ্টির রাতে পোল্ট্রি ফার্মে খাবার দিতে গিয়ে একই পরিবারের তিনজন তড়িদাহত। মৃত্যু হয়েছে মা ও ছেলের। এক জন চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার বাকালিতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, স্থানীয় উত্তম কবিরাজের পরিবারের তিন সদস্য, মুরগিদের খাবার খাওয়াতে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উত্তমের নিজের ভাই, স্ত্রী ও ছেলে। বাড়ির নিজস্ব পোলট্রি ফার্মে হঠাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা।
advertisement
উত্তম কবিরাজের আর এক ভাইয়ের নজরে আসতেই স্থানীয়দের সহযোগিতায় তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। রাত ১০ টা নাগাদ জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা জানান মা ও ছেলের মৃত্যু হয়েছে।
advertisement
উত্তম কবিরাজের এক ভাই রামচরন কবিরাজ চিকিৎসাধীন রয়েছেন। মৃত গৃহবধূর নাম অনিতা কবিরাজ ও তাঁর ছেলের নাম সুব্রত কবিরাজ বলে আত্মীয় পরিজন ও স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান।
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Aug 24, 2024 2:13 PM IST









