উত্তরে পরিবর্তনের হাওয়া, দার্জিলিং পুরসভার ক্ষমতা বদল, অনীত থাপা এলেন ক্ষমতায়
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
এর ফলে কার্যত ক্ষমতা বদল হয়ে গেল দার্জিলিংয়ের পুরসভায়৷
#শিলিগুড়ি: বেশিদিন ক্ষমতা ধরে রাখল পারল না নবগঠিত হামরো পার্টি৷ আগে এক বার ভাঙন ধরেছিল৷ এ বার দার্জিলিং পুরসভার আরও পাঁচ হামরো পার্টির সদস্য কাউন্সিলর যোগ দিলেন বিজিপিএম-এ৷ বৃহস্পতিবার কার্শিয়ংয়ে যোগ দিলেন তাঁরা। পুরসভার ২, ৪, ৭, ১৩ এবং ১৯ নং ওয়ার্ডের ৫ কাউন্সিলর যোগ দিলেন অনীত থাপার দলে। হামরো পার্টির কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ালো ১৩। অন্যদিকে বিজিপিএমের বেড়ে দাঁড়ালো ১৩, সঙ্গে তৃণমূলের ২ কাউন্সিলরও বাইরে থেকে অনীতকে সমর্থন করবে বলে জানা গিয়েছে।
এর ফলে কার্যত ক্ষমতা বদল হয়ে গেল দার্জিলিংয়ের পুরসভায়৷ এ বার হামরো পার্টির থেকে ক্ষমতা দখল করল অনীত থাপার বিজিপিএম৷ এই দল বদলের তালিকায় রয়েছেন, ১) দীপেন ঠাকুরি, ওয়ার্ড নং ৬, (২) গনেশ প্রধান, ওয়ার্ড নং ৪, (৩) বিষ্ণু মাল্লা, ওয়ার্ড নং ৭, (৪) সরন ছেত্রী, ওয়ার্ড নং ১৩, (৫) শীতম লামা, ওয়ার্ড নং ১৯৷ এ ছাড়াও খবর পাওয়া গিয়েছে, দোরজি লামা নামে দার্জিলিং পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যোগ দিতে পারেন বিজিপএম-এ৷
advertisement
advertisement
advertisement
স্বাভাবিক কারণে দার্জিলিংয়ে ক্ষমতার অন্দরে অনেকটা বদল হয়েছে৷ অনেকেই হামরো পার্টিকে দার্জিলিংয়ের রাজনৈতিক শক্তির কেন্দ্র হিসাবে ভাবতে শুরু করেছিলেন৷ কিন্তু তা হল না, এ বার হয়ত অনেকটাই বদলে যাচ্ছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ৷
পার্থপ্রতিম সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2022 2:59 PM IST