Money Making Tips: দাম ১০ হাজার! একটি বিক্রি হলেই কেল্লাফতে! হাজার হাজার টাকা রোজগারের নতুন আইডিয়া পেল পড়ুয়ারা

Last Updated:

বিভিন্ন কাজের পাশাপাশি বাড়িতে বসেই ব্যাপক আয় করতে পারবে পড়ুয়ারা

+
মালদহে

মালদহে মুখা তৈরি করা শিখতে ব্যস্ততা পড়ুয়াদের

মালদহ: কর্মসংস্থানের ক্ষেত্রে এবারে নতুন দিশা দেখাচ্ছে মুখা নাচে ব্যবহৃত মুখা তৈরির কাজ। এই কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কারু শিল্পীরা। ঐতিহ্যগত এই কারুশিল্পের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। এই মুখা শুধু মুখা নাচের ক্ষেত্রে নয় অনেকে শখ করেও বাড়িতে সাজিয়ে রাখার জন্য‌ও নিয়ে থাকেন। বাজারে এই মুখা বিভিন্ন দামের হয়। কতটা কাঠ লাগছে, কতটা সময় লাগছে তার ওপর শিল্পীরা দাম নির্ধারণ করেন। ৩০০ থেকে ৪০০, আবার ৫০০০ থেকে ১০০০০ টাকা দামেও বিক্রি হয় মুখা। তাই এবারে মুখা তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পড়ুয়াদের হাতে ধরে শেখান হল মুখা তৈরির কাজ।
এক মুখা শিল্পী অভিজিৎ চৌধুরী জানান, “মুখা তৈরি করতে একটা বড় কাঠকে গোলাকার ভাবে ছোট করে কেটে কেটে খোদায় করে মুখার ভাস্কর্য আকার তৈরি করা হয়। এই মুখা তৈরি দক্ষ কারুশিল্পীরা করে থাকেন। এই কারুশিল্পের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। পড়ুয়াদের এই মুখা কারুশিল্প বাণিজ্যিক ভাবেও রোজগারের দিশা দেখাবে।”
advertisement
advertisement
এ বিষয়ে মালদহ কলেজ অধ্যক্ষ মানস কুমার বৈদ্য জানান, “বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের হস্তশিল্পের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। বাণিজ্যিক ক্ষেত্রে এই কারুশিল্পের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। পড়ুয়াদের এই মুখা তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে তারা পড়াশুনার পাশাপাশি কারুশিল্প মুখা তৈরি করে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
মূলত এই মুখা বাংলার লোকনৃত্য মুখা বা মুখোশ নাচের ক্ষেত্রে ব্যবহৃত হয়। একসময় প্রাচীন অবিভক্ত দিনাজপুরের গমীরা মুখা নাচের ক্ষেত্রে ব্যাপক প্রচলন ছিল এই মুখার। আজও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের গমীরা সহ বাংলার বিভিন্ন জেলায় লোকনৃত্য ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে মুখা।
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Money Making Tips: দাম ১০ হাজার! একটি বিক্রি হলেই কেল্লাফতে! হাজার হাজার টাকা রোজগারের নতুন আইডিয়া পেল পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement