হোম /খবর /উত্তরবঙ্গ /
মালদহে চোর সন্দেহে দুই যুবককে গণধোলাই, গাড়িতে আগুন উত্তেজিত জনতার

Malda Lynching: মালদহে চোর সন্দেহে দুই যুবককে গণপ্রহার, গাড়িতে আগুন উত্তেজিত জনতার

চুরি করা মালপত্র সন্দেহে একটি গাড়িতেও আগুন লাগানো হয়

চুরি করা মালপত্র সন্দেহে একটি গাড়িতেও আগুন লাগানো হয়

Malda Lynching: গণধোলাই থেকে দুই যুবককে উদ্ধার করতে গিয়ে জখম দুই পুলিশকর্মী

  • Share this:

মালদহ : চোর সন্দেহে দুই যুবককে গণপ্রহার এলাকাবাসীর । চুরি করা মালপত্র সন্দেহে একটি গাড়িতেও আগুন লাগানো হয় । গভীর রাতে পুরাতন মালদহের ভাবুক অঞ্চলের মিনাপাড়া এলাকার ঘটনা । অভিযোগ , রাত আড়াইটে নাগাদ পিকআপ ভ্যান গাড়িতে করে তিনজন যুবক কিছু মালপত্র নিয়ে যাচ্ছিল । সেই সময় বাসিন্দাদের নজরে এলে ওই যুবকদের পিছু ধাওয়া করে বেশ কিছু গ্রামবাসী । অবশেষে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের মিনাপাড়া এলাকায় চোর সন্দেহে তিনজন যুবককে ধরে ফেলেন তাঁরা ।

এদের মধ্যে একজন যুবক পালিয়ে যেতে সক্ষম হলে দুই যুবককে ধরে চলে বেধড়ক মারধর । গণধোলাইয়ের জেরে রক্তাক্ত হয়ে পড়ে আটক দুই  যুবক । পাশাপাশি, পিকআপ ভ্যান গাড়িটিকে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় । মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি ।  বাসিন্দাদের একাংশের বক্তব্য, ওই গাড়িতে করে চুরি করা স্কুটি, ফ্রিজ, আলনা,ও বাসনপত্র নিয়ে যাওয়া হচ্ছিল । সবই আগুনে পুড়ে যায় ।

আরও পড়ুন :  জীবন‌যুদ্ধের লড়াই! টোটো চালিয়েই সংসার চলে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলরের

গভীর রাতে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় মালদা থানার পুলিশ। দুই যুবককে গণধোলাই থেকে উদ্ধার করতে গেলে আঘাত লাগে দুই পুলিশ কর্মীরও ।  শেষ পর্যন্ত পুলিশের তৎপরতাই ২ যুবককে উদ্ধার করা সম্ভব হয় ।  যুবকদের আটক করে প্রথমে মালদা থানায় ও পড়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় ।

আরও পড়ুন :  ডিজিটাল যুগে হারিয়েছে অ্যানালগ ঘড়ি, তবুও বেচেঁ আছে নির্মলবাবুর ঘড়ি মেরামতির দোকান

পুড়ে যাওয়া পিকআপ ভ্যানটিকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে । আটক যুবকদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছে পুলিশ । প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুইজনেই ইংরেজবাজারের গয়েশপুর এলাকার বাসিন্দা ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা দাবি করেছে, পুরনো জিনিসপত্র কিনে ফিরছিল তারা। পুড়ে যাওয়া মালপত্র চুরির-ই কিনা খতিয়ে দেখছে পুলিশ।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Malda, Mob Lynching