Didi Ke Bolo: দিদিকে বলো-তে এক ফোনেই সমাধান, ছুটে এলেন মন্ত্রী
- Reported by:Harashit Singha
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Didi Ke Bolo: মালদহের হরিশ্চন্দ্রপুর চক্রের লক্ষণপুর প্রাথমিক স্কুলের ঘটনা। দিদিকে বলোতে জানানোর পরই এই স্কুল পরিদর্শন করতে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তজমুল হোসেন
মালদহ: স্কুলে নেই বাউন্ডারি ওয়াল। কার্যত ঝুঁকি নিয়ে খুদে পড়ুয়ারা এই প্রাথমিক স্কুলে পড়াশোনা করে। বাউন্ডারি ওয়াল না থাকার ফলে অল্প বয়সী পড়ুয়ার যে কোনও সময় নজর এড়িয়ে এদিক-ওদিক চলে যেতে পারে বলে আশঙ্কায় ভোগেন শিক্ষকরা। তাই স্কুলে একটি বাউন্ডারি ওয়ালের দাবি দীর্ঘদিনের। কিন্তু স্থানীয় প্রশাসনকে জানিয়েও সমস্যার সমাধান হচ্ছিল না। অবশেষে গ্রামের বাসিন্দারা ‘দিদিকে বলোয়’ ফোন করেন। আর তাতেই কাজ হল। হরিশ্চন্দ্রপুরের ঘটনা।
দিদিকে বলোয় ফোন করে স্কুলে বাউন্ডারি ওয়াল তৈরির আবেদন জানান গ্রামবাসীরা। এইভাবে অভিযোগ জানাতেই দ্রুত মালদহের এই প্রাথমিক স্কুল পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। পরিদর্শন করেন স্কুলের পরিস্থিতি। এরপরই দ্রুত বাউন্ডারি ওয়াল তৈরির আশ্বাস দিয়ে আসেন তিনি। স্থানীয় বাসিন্দা সারেজুল ইসলাম বলেন, স্কুলে বাউন্ডারি ওয়াল না থাকায় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমরা বহুবার ব্লক প্রশাসনকে জানিয়েছিলাম। সমস্যার সমাধান হয়নি। অবশেষে আমরা দিদিকে বলোতে ফোন করে অভিযোগ জানাই। মন্ত্রী এসে পরিদর্শন করে গিয়েছেন। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
advertisement
advertisement
মালদহের হরিশ্চন্দ্রপুর চক্রের লক্ষণপুর প্রাথমিক স্কুলের ঘটনা। দিদিকে বলোতে জানানোর পরই এই স্কুল পরিদর্শন করতে আসেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তজমুল হোসেন। তিনি এদিন স্কুল পরিদর্শন করেন। পাশাপাশি বাউন্ডারি ওয়াল করে দেওয়ার আশ্বাস দেন। এছাড়াও তিনি এলাকার একটি পথশ্রী রাস্তা হচ্ছিল, সে রাস্তাও পরিদর্শন করেন। পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন রকম সমস্যার কথা শুনে সেইগুলি সমাধান করে দেওয়ার আশ্বাস দেন। রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন এই প্রসঙ্গে বলেন, গ্রামের বাসিন্দারা দিদিকে বলো কর্মসূচিতে আবেদন জানিয়েছিল। তাই স্কুলটি পরিদর্শন করতে এসেছি। এখানে বাউন্ডারি ওয়ালের প্রয়োজন আছে। এছাড়াও এলাকায় আরও বেশ কিছু সমস্যার কথা শুনেছি। সমস্ত সমস্যার দ্রুত সমাধান করা হবে।
advertisement
দিদিকে বলো কর্মসূচিতে আবেদন জানিয়ে অবশেষে প্রাথমিক স্কুলের বাউন্ডারি ওয়াল তৈরির আশ্বাস পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। স্কুলের বাউন্ডারি ওয়াল তৈরি হলে ছাত্রছাত্রীরা অনেকটাই সুরক্ষিত থাকবে স্কুলে। এমনকি স্কুলের পরিকাঠামো সঠিক থাকবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 13, 2024 4:33 PM IST









