Bangla Video: বাইকের পিছনে চারাগাছ বোঝাই করে জেলায় ছুটে বেড়াচ্ছে যুবক, ব্যাপারটা কী?
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Bangla Video: সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল, মেহেগিনি, লেবু, বকুল ও পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। এই বর্ষায় চারাগাছ রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসূচি
মুর্শিদাবাদ: সাগরদিঘিতে ৫ হাজার চারা গাছ লাগানোর উদ্যোগ যুবক সঞ্জীব দাসের। লক্ষ্য পূরণের উদ্দেশ্যে বাইকে চেপেই জেলার বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে বৃক্ষরোপণ করছেন তিনি। বিশ্ব উষ্ণায়ন ও সবুজায়নকে মাথায় রেখে প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের এই উদ্যোগ ইতিমধ্যেই সর্বত্র সাড়া ফেলে দিয়েছে।
সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল, মেহেগিনি, লেবু, বকুল ও পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। এই বর্ষায় চারাগাছ রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতেই এই কর্মসুচি। তাছাড়া সাগরদিঘির যেকোনও অনুষ্ঠানে চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস। এখনও পর্যন্ত তিনি ১৬ হাজার চারাগাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং সঞ্জীব দাস নিজেও সদস্যদের সকলকে নিয়ে বৃক্ষরোপন করে চলেছেন।
advertisement
advertisement
এই উদ্যোগ প্রসঙ্গে প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস বলেন, সুস্থ পরিবেশ গড়তে আমাদের এই প্রচেষ্টা। এই বর্ষায় পাঁচ হাজার মানুষের হাতে চারাগাছ রোপণের জন্যে তুলে দেব। তাছাড়া প্রতিটি গ্রামে গ্রামে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। সাগরদিঘির জগদল মদিনা মসজিদের ইমাম আলি আক্তারের হাতেও তুলে দেওয়া হয় বেশ কয়েকটি চারাগাছ। তিনি সবুজপ্রেমী সঞ্জীব দাসের প্রশংসায় পঞ্চমুখ। সঞ্জীবের উদ্দেশ্যে তিনি বলেন, সে খুবই একজন ভদ্র ছেলে। তার আচার ব্যবহারেই একজন সমাজসেবীর প্রতিচ্ছবি ফুটে ওঠে। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক কাজে তাকে সবসময় মানুষের পাশে দেখতে পাওয়া যায়।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 13, 2024 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: বাইকের পিছনে চারাগাছ বোঝাই করে জেলায় ছুটে বেড়াচ্ছে যুবক, ব্যাপারটা কী?







