Mini Rash Chakra: এবার বাড়ি নিয়ে যেতে পারবেন রাস উৎসবের রাস চক্র, দেখে নিন কত পড়বে দাম

Last Updated:

১ ইঞ্চি উচ্চতা এবং ৩ ইঞ্চি উচ্চতার রাস চক্রের রেপ্লিকার পাওয়া যাবে।

+
রাস

রাস চক্রের রেপ্লিকা

কোচবিহার: কোচবিহারের রাস মেলার সূচনা হয়েছিল রাজ আমলে। তখন থেকেই দীর্ঘ সময় ধরে প্রাচীন রীতি মেনে হয়ে আসছে এই মেলা। আর এই মেলার ঐতিহ্যবাহী নিদর্শন রাস চক্র। জেলার মানুষের পাশাপশি জেলার বাইরের মানুষদের কাছেও আকর্ষণীয় এই রাস চক্র। তবে জেলার এক শিল্পী সুবল সূত্রধর ২০১৬ সালে এই রাস চক্রের রেপ্লিকা তৈরি করেন প্রথমবার। তারপর থেকে ধীরে ধীরে সেই রেপ্লিকা ছোট ভাবে তৈরির চেষ্টা শুরু করেন এই শিল্পী। তবে এবার তিনি সাফল্য পেয়েছেন সবচেয়ে ছোট্ট দুই রাস চক্রের রেপ্লিকা বানিয়ে।
শিল্পী সুবল সূত্রধর জানান, “২০১৬ সালে প্রথম তিনি তৈরি করেন এই রাস চক্রের রেপ্লিকা। যা মূলত গিফট দেওয়ার জন্য অর্ডার এসেছিল তাঁর কাছে। তারপর থেকে তিনি এই রেপ্লিকা সবচেয়ে ছোট ভাবে তৈরির চেষ্টা শুরু করেন। দীর্ঘ সময় চেষ্টা করার পর তিনি অবশেষে সফল হয়েছেন। চলতি বছরের রাস মেলার আগেই তিনি বানাতে পেরেছেন ১ ইঞ্চি ও ৩ ইঞ্চি উচ্চতার রাস চক্রের মিনি রেপ্লিকা। ১ ইঞ্চি উচ্চতার রেপ্লিকার দাম তিনি রেখেছেন মাত্র ১০০ টাকা এবং ৩ ইঞ্চি উচ্চতার রেপ্লিকার দাম তিনি রেখেছেন মাত্র ২৫০ টাকা।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “বড় রেপ্লিকা বানানোর চেয়ে অনেকটাই কঠিন কাজ এই ছোট রেপ্লিকা বানানো। তবে এই ছোট রেপ্লিকা দূরে কোথাও নিয়ে যাওয়া অনেকটাই সহজ। তাই এই রেপ্লিকা বহু মানুষের পছন্দ হবে। এছাড়া একেবারে বড় রেপ্লিকার মতন করেই ঘোরানো যাবে এই মিনি রেপ্লিকা।” রেপ্লিকা বানানোর তিন মহিলা কারিগর রিংকী সূত্রধর, শিবানী সূত্রধর এবং সন্তোষী ঠাকুর জানান, “অনেকটাই খাটনি করে এই রেপ্লিকা তৈরি করা হয়েছে। ছোট্ট রেপ্লিকার মধ্যে বড় রাস চক্রের সমস্ত জিনিস সঠিক ভাবে দেখানো হয়েছে।”
advertisement
চলতি বছরে জেলার মানুষের পাশাপশি বাইরে থেকে আসা বহু পর্যটক ছোট্ট এই রেপ্লিকা কিনবেন নিশ্চিত। একেবারেই স্বল্প দামে প্রাচীন রাস মেলার ঐতিহ্য রাস চক্রের মিনি রেপ্লিকা পৌঁছে যাবে বহু বাড়িতে। দূর-দূরান্তের মানুষদের জেলার এই ঐতিহ্য গিফট দিতে গিয়েও অনেকটাই সুবিধা হবে জানাচ্ছেন বহু মানুষ। তাই এই রাস চক্রের মিনি রেপ্লিকা রাস মেলার আগেই ভাইরাল হতে শুরু করেছে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mini Rash Chakra: এবার বাড়ি নিয়ে যেতে পারবেন রাস উৎসবের রাস চক্র, দেখে নিন কত পড়বে দাম
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement