Minakshi Mukherjee: 'ঔদ্ধত্য ও নাচ-গান দিয়ে চলবে না', কাকে নিশানা করলেন বাম নেত্রী মীনাক্ষী? তুঙ্গে শোরগোল
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Minakshi Mukherjee: প্রশাসনের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়েছেন বাম নেত্রী। সেই সূত্রে প্রশাসনিক আধিকারিকদেরও আক্রমণ করেন বামেদের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
শিলিগুড়ি: আগামী ১৩ এপ্রিল উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে নকশালবাড়ি দলীয় কার্যালয়ের বৈঠক করলেন DYFI রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। নকশালবাড়িতে মিছিল করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ''সরকার ভোট পেয়েছে, ট্যাক্সের টাকা পাচ্ছে। সরকারকে আসল জায়গায় ফোকাস করতে হবে। ঔদ্ধত্য ও নাচ গান ছবি আঁকলে চলবে না। মানুষের বাঁচার দাবিকে সামনে রেখে শূন্যপদে স্থায়ী নিয়োগ স্থায়ী নতুন শূন্যপদ তৈরি এবং দুর্নীতি ও বিভাজনের রাজনীতি বন্ধ করার দাবিতে উত্তরকন্যা অভিযান হবে।''
পাশাপাশি কুড়মি ও অন্যান্য জাতিগোষ্ঠীর স্বীকৃতির দাবিও জানান তিনি। কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যকে কটাক্ষ করেও মীনাক্ষী বলেন, ''এটা ওদের সংস্কৃতি। ভারতবর্ষে এমন হয় না। উনি ভারতবর্ষের বাইরের কথা বলছেন।''
advertisement
এর আগেও প্রশাসনের উদ্দেশ্যে তীব্র আক্রমণ শানিয়েছেন বাম নেত্রী। সেই সূত্রে প্রশাসনিক আধিকারিকদেরও আক্রমণ করেন বামেদের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর দাবি, সরকারি সমস্ত প্রকল্পের টাকা লুটেপুটে খাচ্ছে শাসক তৃণমূল। কিন্তু ওই ঘটনার জন্য শাসক দলের নেতৃত্ব যতটা না দায়ী, তার থেকেও বেশি দায় প্রশাসনিক কর্তাদের।
advertisement
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 'যুক্ত' গৌতম তান্তিয়ার! কে তিনি? তাজ্জব ইডি! কুন্তলের কাণ্ডে তোলপাড়
কখনও একশো দিনের কাজের বেতন নিয়ে কথা বলেছেন তো কখনও আবার কেন্দ্রীয় সরকারকে জনবিরোধী বলে আক্রমণ শানিয়েছেন মীনাক্ষী। একই সঙ্গে আবাস যোজনার ঘর দেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি হচ্ছে বলেও দাবি করে মীনাক্ষী বলেন, “আমরা ভয় পেয়ে গর্তে ঢুকে যাইনি। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আবাস যোজনার ঘরের তালিকা স্বচ্ছ ভাবে প্রকাশ করতে হবে, না হলে আমরা বামেরা কিন্তু রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলতে পিছু হটবে না।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 3:18 PM IST