Jalpaiguri News: অপরাধের বিরুদ্ধে এবার রিকশা নিয়ে পথে নামলেন যুবক, দেশজুড়ে ছড়াতে চান বার্তা
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
একসময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরার কাজ করতেন সানি। তবে অসুস্থতার কারণে কাজ ছাড়তে বাধ্য হন। কিন্তু, চিকিৎসক ও পরিবারের বাধা সত্ত্বেও তিনি তাঁর মিশন চালিয়ে যাচ্ছেন।
জলপাইগুড়ি: রিকশা চালিয়ে দেশ ভ্রমণে সানি। সামাজিক ব্যধি রোধে সচেতনতা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন কলকাতার গল্ফগ্রিনের বাসিন্দা সানি মিত্র। তিনি রিকশা চালিয়ে দেশ ভ্রমণে বেরিয়েছেন, সঙ্গে রয়েছে তার প্রিয় সারমেয়। এখন তিনি জলপাইগুড়িতে। বেশ সমর্থন পাচ্ছেন বলেও জানান।কিন্তু, সাইকেল নিয়ে ধর্ষণ বন্ধের বার্তা দেওয়ার ভাবনা কেন?
সানির সাফ উত্তর, ধর্ষণের ঘটনা রোধে শুধু আইন এবং প্রশাসনের উপর নির্ভর করলে চলবে না। প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। ধর্ষকরা বেল নিয়ে সমাজেই বসবাস করে। তাই বড় ঘটনা ঘটার পর মোমবাতি নিয়ে প্রতিবাদে নামার আগে, আগে থেকেই সজাগ হওয়া জরুরি। গত ৮ নভেম্বর সানি নিজের রিকশাকে ভ্যানে রূপান্তরিত করে যাত্রা শুরু করেন। তিনি রিকশাতেই বিশ্রাম এবং রাত্রিযাপন করেন। প্রথমে কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছান। ফেরার পথে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এসে তিনি তার বার্তা প্রচার করেন।
advertisement
advertisement
এই অভিনব চিন্তা আর সমাজের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সানি জানান, “ধর্ষণের মতো সামাজিক অবক্ষয় বন্ধের জন্য শুধু প্রশাসনের উপর নির্ভর করলে হবে না। সমাজকে সচেতন হতে হবে। আমি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য রিকশাকে বাহন হিসেবে বেছে নিয়েছি। পথে বহু মানুষের সমর্থন পাচ্ছি, যা আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।” একসময় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাক ক্যামেরার কাজ করতেন সানি। তবে অসুস্থতার কারণে কাজ ছাড়তে বাধ্য হন। কিন্তু, চিকিৎসক ও পরিবারের বাধা সত্ত্বেও তিনি তাঁর মিশন চালিয়ে যাচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 7:20 PM IST