Maynaguri train accident : দোমোহনি রেল দুর্ঘটনাস্থল ঘুরে গ্রামবাসীদের ভয় তাড়ানোর চেষ্টা করলেন প্রশাসনিক আধিকারিকরা

Last Updated:

ভূতের ভয় কাটাতে জলপাইগুড়ির ময়নাগুড়িতে দোমোহনি রেল দুর্ঘটনাস্থল (Maynaguri train accident) ঘুরে গ্রামবাসীদের মনের ভয় তাড়ানোর চেষ্টা করলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা।

ময়নাগুড়ি : কীর্তনেও কাজ হয়নি। ভূতের ভয় কাটাতে জলপাইগুড়ির ময়নাগুড়িতে দোমোহনি রেল দুর্ঘটনাস্থল (Maynaguri train accident) ঘুরে গ্রামবাসীদের মনের ভয় তাড়ানোর চেষ্টা করলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। শনিবার ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতিকে নিয়ে দুর্ঘটনাস্থলে যান ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী।
গত ১৩ জানুয়ারি ময়নাগুড়ির দোমোহনিতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। আহত হন ৪২ জন যাত্রী। এদিকে এই দুর্ঘটনার কয়েক দিন পর থেকে ভূতের ভয় পেয়ে বসেছে এলাকার বাসিন্দাদের। সন্ধ্যা নামার পর থেকেই বিভিন্ন গা ছমছমে গল্প ঘুরে বেড়ায় চারপাশে।
advertisement
advertisement
আরও পড়ুন : মালদহে টোটো ও ই-রিকশ চোরাইচক্রের হদিশ, নম্বর প্লেট ও রঙ বদলে দেদার বিক্রি হচ্ছে চোরাই টোটো
স্থানীয় বাসিন্দাদের দাবি, কেউ কান্নার শব্দ শুনতে পান।কেউ আবার পড়ে থাকা রেলের কামরার চারপাশে অশরীরীদের ঘুরে বেড়াতে  দেখেছেন বলেও দাবি করেন। ভূত তাড়াতে এলাকায় নাম কীর্তনেরও আয়োজন করেন গ্রামবাসীরা। যা দেখে ও শুনে শনিবার পদক্ষেপ করেন ময়নাগুড়ি ব্লক প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী। মনের ভয় তাড়ানোরও চেষ্টা করেন তিনি। স্থানীয় বসিন্দাদের বলেন, ভূত বলে কিছু নেই। ভয় কাটাতে রাতেও তিনি পুলিশ, দমকলকর্মীদের নিয়ে এলাকায় ঘুরে বেড়াবেন বলে বিডিও জানিয়েছেন।
advertisement
(প্রতিবেদন-শান্তনু কর)
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Maynaguri train accident : দোমোহনি রেল দুর্ঘটনাস্থল ঘুরে গ্রামবাসীদের ভয় তাড়ানোর চেষ্টা করলেন প্রশাসনিক আধিকারিকরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement