Maynaguri: মাটির তলা থেকে উঠে এল আড়াই ফুটের শিবলিঙ্গ, চাঞ্চল্য ময়নাগুড়িতে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায়
#ময়নাগুড়ি: মাটির তলা থেকে বেরিয়ে এল আড়াই ফুট লম্বা শিবলিঙ্গ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায়! ওই অঞ্চলে মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য জমি খননের কাজ চলছিল! আচমকাই মঙ্গলবার মাটি খুঁড়তেই উঠে এল আড়াই ফুট লম্বা, দুই ফুট চওড়া একটি শিবলিঙ্গ, যার ওজন প্রায় এক কুইন্টাল ২০ কেজি।

advertisement
এদিন শিবলিঙ্গের পাশাপাশি একটি ঘণ্টাও পাওয়া যায় মাটির তলা থেকে। মাটির তলা থেকে মিলেছে শিবলিঙ্গ, এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায়। শিবলিঙ্গটি পরিষ্কার করে শুরু হয় পুজো । জল্পেশ মন্দির ট্রাষ্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্রনাথ দেব জানান, মাটির নীচ থেকে মুর্তি উদ্ধার শুভ লক্ষণ বলে মনে করেন তারা। মূর্তিটি জল্পেশ মন্দিরের মধ্যেই স্থাপন করা হবে বলে জানান তিনি।
advertisement
Santanu Kar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2022 9:01 PM IST