#ময়নাগুড়ি: মাটির তলা থেকে বেরিয়ে এল আড়াই ফুট লম্বা শিবলিঙ্গ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায়! ওই অঞ্চলে মার্কেট কমপ্লেক্স তৈরির জন্য জমি খননের কাজ চলছিল! আচমকাই মঙ্গলবার মাটি খুঁড়তেই উঠে এল আড়াই ফুট লম্বা, দুই ফুট চওড়া একটি শিবলিঙ্গ, যার ওজন প্রায় এক কুইন্টাল ২০ কেজি।
আরও পড়ুন: গরম থেকে এক চিলতে শীতলতার আমেজ পেতে ঘুরে আসুন মেঘ পিয়নের এই গ্রাম থেকে
এদিন শিবলিঙ্গের পাশাপাশি একটি ঘণ্টাও পাওয়া যায় মাটির তলা থেকে। মাটির তলা থেকে মিলেছে শিবলিঙ্গ, এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান জল্পেশ মন্দির সংলগ্ন এলাকায়। শিবলিঙ্গটি পরিষ্কার করে শুরু হয় পুজো । জল্পেশ মন্দির ট্রাষ্টি বোর্ডের সম্পাদক গিরিন্দ্রনাথ দেব জানান, মাটির নীচ থেকে মুর্তি উদ্ধার শুভ লক্ষণ বলে মনে করেন তারা। মূর্তিটি জল্পেশ মন্দিরের মধ্যেই স্থাপন করা হবে বলে জানান তিনি।
Santanu Kar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maynaguri