মালদহে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গণবিবাহের আসর ! বিয়ে বাড়ির মেনুতে কী কী ছিল ? দেখে নিন  

Last Updated:

প্রায় ২০টি উনুনে চলছে রান্না। অস্থায়ী রান্নাঘর জুড়ে তাই রাত থেকেই ম ম করছে গন্ধ।

#মালদহ: বিয়ের অনুষ্ঠান বলে কথা। খানা পিনার আয়োজন না থাকলে হয় নাকি? তাও আবার ৩০০ জনের বিয়ে বলা কথা। তাই গাজোলের গণবিবাহের আসরে দেদার খানা পিনার আয়োজন। বুধবার রাত থেকেই ভিয়েন চাপানো হয়েছে গাজোল কলেজের মাঠে। প্রায় কুড়িটি উনুনে চলছে রান্না। অস্থায়ী রান্নাঘর জুড়ে তাই রাত থেকেই ম ম করছে গন্ধ। কি কি থাকল বিয়ে বাড়ির মেনুতে ? অভ্যাগতদের জন্য ছিল, সাদা ভাত, ডাল যাতে ছিল কাজু-কিসমিস, এছাড়া মেনুতে ছিল মিক্স ভেজ, দেশি মুরগির মাংস, চাটনী ও স্পঞ্জ রসগোল্লা।
প্রায় ৮০০০ জন মানুষের জন্য এই খাবারের আয়োজন মালদহ জেলা পুলিশের। খাবার তৈরির জন্য হাজির ছিলেন প্রায় ২০ জন রাঁধুনি। তার মধ্যে অন্যতম পলাশ দাস জানান, "বুধবার রাত থেকে আমরা খাবার তৈরি করছি। খাবার পরিবেশন করা হবে সবাইকে গরম গরম। যা রান্না করা হয়েছে তাতে প্রায় ১০ হাজার মানুষ খাবার পাবেন।" মাংস সেদ্ধ করতে করতে হাসিমুখে জবাব দিল পলাশ৷ তবে রান্নার জায়গায় যাতে বিনা অনুমতিতে কেউ না আসতে পারে, তার জন্য কড়া পুলিশি ব্যবস্থাও রাখা হয়েছিল।
advertisement
advertisement
রান্নার কাজ কতটা এগোচ্ছে তা নিজে এসে বারবার খোঁজ নিয়েছেন মালদহ পুলিশ সুপার অলোক রাজোরিয়া। এদিন বিয়ের অনুষ্ঠানের একটা চমক যদি খাবারের আয়োজন হয়ে থাকে, তো অন্য চমক ছিল মুখ্যমন্ত্রীর উপহার। এদিন তিনি নিজে হাতে উপহার তুলে দেন নব্য দম্পতিদের হাতে। উপহারে ছিল কনের শাড়ি ও সাজগোজের নানা উপকরণ। ছিল ছেলের জন্য পোষাক। এছাড়া নতুন সংসার পাতার জন্য দেওয়া হল বাসনপত্র সহ নানা জিনিস। ‘দিদি’- র হাত থেকে উপহার পেয়ে দারুণ খুশি যিশু মাহাতো থেকে অন্নপূর্ণা হাঁসদা সকলেই।
advertisement
এদিন মুখ্যমন্ত্রীও তাঁর বক্তব্যে জানিয়েছেন, "এমন অনুষ্ঠান এবার থেকে রাজ্যের আদিবাসী অধ্যুষিত সমস্ত এলাকায় হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এমন অনুষ্ঠান হবে উত্তরের এক চা বাগানের মধ্যে।" নব দম্পতিদের আশীর্বাদ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী স্মরণ করে দিয়েছেন তাদের অধিকার রক্ষার জন্য তিনি লড়াই চালিয়ে যাবেন। যাতে কেউ তাদের জমির অধিকার ছিনিয়ে নিতে না পারে, সেই আইন করা হয়েছে। আদিবাসীদের জন্য যে পেনশন প্রকল্প চালু করা হয়েছে তাও যেন সকলে পান সেটাও দেখতে বলেছেন জেলাশাসককে। আদিবাসী রীতি, আদিবাসী গান আর বাদ্যযন্ত্র নিয়ে তাই মুখরিত হয়ে থাকল মালদায় আদিবাসী গণবিবাহের অনুষ্ঠান।
advertisement
Abir Ghoshal
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গণবিবাহের আসর ! বিয়ে বাড়ির মেনুতে কী কী ছিল ? দেখে নিন  
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement