Market Price Hike: মূল্যবৃদ্ধি নিয়ে বড় বদল, খুচরো সবজি বিক্রেতাদের জন্য কড়া নির্দেশ! না মানলে আইনি ব্যবস্থা

Last Updated:

Market Price Hike: আগামীতে যদি প্রশাসনের নির্দেশ অমান্য করে কোনও বিক্রেতা তাঁদের সবজি কেনার ক্যাশমেমো সঙ্গে না রাখে আইনি ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

+
সবজি

সবজি বাজার পরিদর্শনে জেলা শাসক

মালদহ: খুচরো বাজারে সবজির লাগামছাড়া দামবৃদ্ধি। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। হঠাৎ খুচরো বাজারে সবজির দামবৃদ্ধি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। খুচরা বাজারে সবজির দাম আকাশছোঁয়া হলেও জেলার পাইকারি বাজারে নাগালের মধ্যেই রয়েছে সবজির দাম। দুই বাজারের মধ্যে সবজির দামে আকাশ পাতাল পার্থক্য? কেন এই দামের ফারাক, তার তদন্তে ইতিমধ্যে নেমেছেন স্বয়ং মালদহের জেলা শাসক। বিভিন্ন দফতরের কর্তা আধিকারিকদের নিয়ে তিনি মালদহ শহরের একাধিক মার্কেট পরিদর্শন করেন।
বিক্রেতা থেকে ক্রেতাদের সঙ্গে সবজির দাম নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এর পরেই জেলাশাসক সবজি বিক্রেতাদের নির্দেশ দেন পাইকারি বাজার থেকে সামগ্রিক কিনে নিয়ে আসার ক্যাশমেমো সঙ্গে রাখতে হবে তাঁদের। কারণ জেলার পাইকারি বাজারের আরতগুলিতে সবজির দাম অনেক কম। সেই তুলনায় খুচরো বাজারের দাম বেশি। খুচরো বিক্রেতারা যেন অতিরিক্ত দাম নিতে না পারেন, সেই জন্যই জেলাশাসকের এমন নির্দেশ। ক্যাশমেমো সঙ্গে রাখলে সাধারণ ক্রেতা থেকে পরিদর্শনে আসা প্রশাসনের কর্তা বুঝতে পারবেন কী দামে কোন সবজি কিনেছে বিক্রেতারা। দামের তুলনায় অধিক দাম নিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের পক্ষ থেকে। জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, ”সবজির বাজারে দাম বেশি নেওয়া হচ্ছে অভিযোগ পাচ্ছিলাম। পরিদর্শনে এসেছি। সমস্ত সবজি বিক্রেতাদের ক্যাশমেমো সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদি না রাখে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
advertisement
advertisement
মালদহ শহরের প্রতিটি সবজি বিক্রেতাদের ইতিমধ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে যদি প্রশাসনের নির্দেশ অমান্য করে কোনও বিক্রেতা তাঁদের সবজি কেনার ক্যাশমেমো সঙ্গে না রাখে আইনি ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। প্রয়োজনে জরিমানা পর্যন্ত করা হতে পারে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনের এমন নির্দেশিকার পর শহরের সবজি বাজারগুলিতে, জিনিসের দাম স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন সাধারণ ক্রেতা থেকে ব্যবসায়ীরা। মালদহ শহরের সবজি বাজারগুলিতে দামের ব্যাপক তারতম্য লক্ষ্য করা গিয়েছে। কোন বাজারে কম দাম, আবার কোন বাজারে প্রচুর দাম বেশি সবজির। তাই প্রশাসনের পক্ষ থেকে এমন নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Market Price Hike: মূল্যবৃদ্ধি নিয়ে বড় বদল, খুচরো সবজি বিক্রেতাদের জন্য কড়া নির্দেশ! না মানলে আইনি ব্যবস্থা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement