Bangla News: গৃহপ্রবেশে এ কী মারাত্মক কাণ্ড ধূপগুড়িতে! অসুস্থ বহু মানুষ, আতঙ্কে গোটা এলাকা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangla News: প্রসাদ খেয়ে ২০-২৫ জন শনিবার অসুস্থ হয়ে পড়েন বলে গ্রামবাসীদের দাবি। যার মধ্যে সাত জনকে শনিবার রাতে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#ধূপগুড়ি: পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ বহু, চাঞ্চল্য ধূপগুড়ির দক্ষিণ ঝাড় আলতা গ্রাম এলাকায়। শুক্রবার ডাউকিমারি এলাকার এক বাসিন্দা গৃহ প্রবেশ উপলক্ষ্যে পুজোর আয়োজন করেন। সেখানেই প্রসাদ খেয়ে ২০-২৫ জন শনিবার অসুস্থ হয়ে পড়েন বলে গ্রামবাসীদের দাবি। যার মধ্যে সাত জনকে শনিবার রাতে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দক্ষিণ ঝাড় আলতা এলাকার বাসিন্দা কানু দেব রায়ের বাড়ির মনসা ও কৃষ্ণ পুজোয় ২৫০ জন নিমন্ত্রিত ছিলেন। এদের মধ্যে পুজোর প্রসাদ খাওয়ার পর শনিবার সকাল থেকে অনেকেই বমি, মাথা ব্যাথা ও পেটের সমস্যায় ভুগতে থাকেন। এক এক করে প্রায় পঁচিশ জন অসুস্থ হয়ে পড়েন বলে গ্রামবাসীদের দাবি।
advertisement
advertisement
বেশিরভাগ অসুস্থ মানুষজনই বাইরে থেকে ওষুধ কিনে বাড়িতে রয়েছেন। তবে এদের মধ্যে সাত জনের শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় তাদের নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। রোগীর আত্মীয় পরিজনরা জানিয়েছেন, শুক্রবার রাতে পুজোর প্রসাদ খাওয়ার পর শনিবার সকাল থেকেই শরীর খারাপ অনুভব করেন অনেকে।
advertisement
এরপর অনেকের শারীরিক অবস্থা আরও খারাপ হয়। এরপর তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অসুস্থ সাত জনের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।
--- রকি চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 11:20 AM IST