Mangoes Extinction: আম প্রেমীদের জন্য দুঃসংবাদ! ৭০ প্রজাতির জনপ্রিয় আম বিলুপ্তির পথে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Mangoes Extinction: মালদহ জেলায় প্রায় ২৫০ প্রজাতির আম চাষ হয়। বহু প্রাচীনকাল থেকেই মালদহের কৃষকেরা আম চাষ করে আসছেন। হিমসাগর, ল্যাঙড়া, লক্ষণভোগ, ফজলি সহ কিছু প্রজাতির আমের চাহিদা সব থেকে
মালদহ: একসময় হয়ত আর পাওয়া যাবে না ফলের রাজা আম। তাও আবার মালদহ থেকে! বিলুপ্তির পথে জগৎ বিখ্যাত সব নানান প্রজাতির আম। সম্প্রতি উদ্যান পালন দফতরের এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। যা নিয়ে রীতিমত চিন্তিত সকলেই। একের পর এক বিখ্যাত প্রজাতির আম হারিয়ে যাচ্ছে এই জেলা থেকে।
বিখ্যাত নানান প্রজাতির আম গাছ একে একে নেই হয়ে যাচ্ছে মালদহে। আমের সেই বিখ্যাত প্রজাতির মধ্যে রয়েছে আশুয়া, বোম্কাগুটি, বথুয়া, বসন্তখাস সহ প্রায় ৭০ টি প্রজাতি। অথচ এই আমগুলির জন্যই একসময় বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছিল মালদহের নাম। বর্তমানে সেই আমগুলিই এখন আর মিলছে না। বিষয়টি নিয়ে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, মালদহে প্রায় ২৫০ প্রজাতির আম চাষ হয়। সম্প্রতি দেখা যাচ্ছে প্রায় ৭০ প্রজাতির আম বিলুপ্তির পথে। সেই সমস্ত আমগুলির গাছ সংরক্ষণ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিলুপ্তপ্রায় গাছের বাগান বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।
advertisement
advertisement
মালদহ জেলায় প্রায় ২৫০ প্রজাতির আম চাষ হয়। বহু প্রাচীনকাল থেকেই মালদহের কৃষকেরা আম চাষ করে আসছেন। হিমসাগর, ল্যাঙড়া, লক্ষণভোগ, ফজলি সহ কিছু প্রজাতির আমের চাহিদা সব থেকে বেশি তাদের স্বাদ ও গন্ধের জন্য। পাশাপাশি ইদানিং জেলায় শুরু হয়েছে আম্রপলি ও মল্লিকার মত কিছু প্রজাতির আমের চাষ। এই সমস্ত আমগুলির চাহিদা বাজারে বেশি। বর্তমানের কৃষকেরা সেই আম চাষেই জোর দিচ্ছে। ফলে জেলায় কিছু প্রজাতির আমের বাগান বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে চাষ না করায় বহু প্রজাতির আমের বাগান কমে আসছে। এই সমস্ত প্রজাতির আম গুলির মধ্যে অধিকাংশের স্বাদ ও গন্ধ ভাল নয়। মিষ্টতা কম। তাই কৃষকেরা এই আম চাষে আগ্রহ দেখাচ্ছেন না। তাই এই আমগুলি বর্তমানে বিলুপ্তপ্রায়।
advertisement
মালদহে বর্তমানে এমন কিছু প্রজাতির আম রয়েছে যেগুলির গাছ হাতে গোনা একটি থেকে দুইটি। তাই জেলা উদ্যানপালন দফতরের পক্ষ থেকে বিলুপ্তি প্রায় প্রজাতির আমগাছগুলি সংরক্ষণের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিলুপ্তিপ্রায় ৭০ প্রজাতির আমের মধ্যে বেশ কিছু আমের কলম করে সেগুলির সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে। কৃষকদের বাগানে সেই আমের গাছগুলি রোপণ করে বিলুপ্তপ্রায় প্রজাতির আম গাছগুলি সংরক্ষণ করা হবে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2024 5:24 PM IST