Mango Cultivation: এই পদ্ধতিতে পরিচর্যা করলে গাছ ভরে যাবে আমে

Last Updated:

আম বাগানে জল স্প্রে করে বাগানের গাছগুলোর শাখা-প্রশাখা পরিস্কার করতে হবে। আমের ভাল মুকুল বাগানে ফোটাতে চাইলে এই সমস্ত ছোট ছোট পরিচর্যার কাজগুলো এখন‌ই করতে হবে

+
আমের

আমের মুকুল

মালদহ: সামনেই গ্রীষ্মকাল আসছে। আর গ্রীষ্মকাল মানেই ফলের রাজা আমের সময়। গাছে মুকুল ফোটার আগে এই সামান্য কটা পদ্ধতি মেনে পরিচর্যা করলে আমে ভরে উঠবে আপনার বাগান।
আমের ভাল ফলনের জন্য এখনই কাজে লেগে পড়ুন। প্রথমেই আমবাগান পরিষ্কার-পরিচ্ছন্ন করে নিন। উদ্যানপালন দফতরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে মুকুল চলে আসবে আম গাছে। তার আগেই এই কাজ সারতে হবে।
advertisement
কি এই গাছের পরিচর্যা?
advertisement
তেমন কিছু নয়, শুধুমাত্র আম বাগানে আপনি এখন একটু সময় দিন। প্রতিটি আম গাছের গোড়া নির্দিষ্ট দূরত্বে গোল করে খুঁড়ে ফেলুন। মাটি ঝুরঝুরে রাখুন। সেখানে কিছু জৈব সার দিয়ে নিয়মিত জল দিন। তাহলে আম গাছ সতেজ হয়ে উঠবে। প্রয়োজনীয় পুষ্টি তৈরি হবে গাছের মধ্যে। এছাড়াও আম গাছের শাখা-প্রশাখায় পোকামাকড়ের উপদ্রব থাকে। মুকুল ফোটার আগে অবশ্যই আম গাছের শাখা-প্রশাখা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত। তাহলে মুকুল ফোটার সময় সেই সমস্ত পোকা মাকড়ের উপদ্রব আর হবে না। গাছের মুকুল ঠিক থাকবে।
advertisement
এর জন্য আম বাগানে জল স্প্রে করে বাগানের গাছগুলোর শাখা-প্রশাখা পরিস্কার করতে হবে। আমের ভাল মুকুল বাগানে ফোটাতে চাইলে এই সমস্ত ছোট ছোট পরিচর্যার কাজগুলো এখন‌ই করতে হবে।মালদহ জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, আমের মুকুল ফোটার সময় চলে এসেছে। এখন বাগানের পরিচর্যা করতে হবে। গাছে জৈব সার দিতে হবে। নিয়মিত জল দিলেই ভাল মুকুল ফুটবে। মুকুল হলে ফলন ভাল হবে। সমস্ত কৃষকদের আমরা গাছের পরিচর্যা নেওয়ার পরামর্শ দিচ্ছি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মালদহ জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে এখন পর্যন্ত আবহাওয়া আমের পক্ষে অনুকূল। আবহাওয়ার তেমন বিরাট পরিবর্তন না হলে আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই বাগানে মুকুল ফুটতে শুরু করবে। গাছে ভাল মুকুল এলেই আমের ফলন ভাল হবে। তাই এখন থেকেই আম চাষিদের গাছের পরিচর্যা করার পরামর্শ দেওয়া হচ্ছে। আমের মুকুল ফোটার পর অনেক সময় দেখা যায় আবহাওয়ার জন্য ম্যাঙ্গো হপারের উপদ্রব বৃদ্ধি পায়। এই ম্যাঙ্গো হপারের হাত থেকে আমের মুকুলকে রক্ষা করার জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে। ম্যাঙ্গো হপার বেশি পরিমাণে আক্রমণ করার আগেই কীটনাশক প্রয়োগ করলে এর হাত থেকে মুকুলকে বাঁচানো সম্ভব।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mango Cultivation: এই পদ্ধতিতে পরিচর্যা করলে গাছ ভরে যাবে আমে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement