এবার নববর্ষে বাংলা অক্ষরে সাজবে শিলিগুড়ি! পৌরনিগমের অভিনব উদ্যোগ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Siliguri News- বাংলার অক্ষরে অক্ষরে সাজবে শহর শিলিগুড়ি! নববর্ষে বিরাট চমক! পৌরনিগমের উদ্যোগে খুশি গোটা শহরবাসী।
শিলিগুড়ি: বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে শিলিগুড়িতে সেজে উঠছে শহরের সমস্ত সাইনবোর্ড এবং হোডিং। নববর্ষের আগেই শিলিগুড়ি শহরে বিরাট চমক পুরনিগমের শুনলে গর্বে বুক ভরে উঠবে। এবার থেকে শিলিগুড়িতে সমস্ত সাইন বোর্ড বাংলায় লেখা বাধ্যতামূলক। শিলিগুড়ি পুরনিগমের অধীনস্ত ব্যবসায়িক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে এখন থেকে বাংলায় সাইন বোর্ড লিখতে হবে। শিলিগুড়ি পুরনিগমের তরফে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে। পুরনিগমের এই উদ্যোগে খুশি গোটা শহরবাসী।
নববর্ষের আগে শহর জুড়ে বাংলায় বসবে সাইনবোর্ড। পুরনিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শহরবাসী থেকে শুরু করে সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো।দোকান, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, বিপনন কেন্দ্র, শপিং মল, অফিস, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল, ডায়গনস্টিক সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোকে বাংলায় সাইন বোর্ড লেখা বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন- চাহালের সঙ্গে সদ্য বিচ্ছেদ! ভিডিও পোস্ট করতে না করতেই খোরপোষ নেওয়ার জন্য ধনশ্রীকে ধুয়ে দিল
এমনকী ওই বিষয়ে নজরদারিও চালাবে পুরনিগম, জানিয়েছেন মেয়র গৌতম দেব। শহরে সাইন বোর্ড, হোর্ডিং বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যে পুরনিগমের সমস্ত কার্যালয় ও শাখা কার্যালয়, বরো অফিসগুলোর সমস্ত সাইন বোর্ড বাংলায় লেখা হয়েছে।
advertisement
advertisement
সাইনবোর্ড বা হোর্ডিংয়ের মধ্যে অন্য যে কোনও ভাষা থাকতে পারে, তবে প্রথমে বাংলা ভাষায় লেখা বাধ্যতামূলক। এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, অনেকদিন ধরেই আমাদের এটা আলোচনায় চলছিল। আমরা এটাকে বাস্তবায়িত করতে চাইছিলাম। আমরা বাংলায় থাকি ,বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। ইতিমধ্যেই বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে। উত্তরবঙ্গের রাজধানী শিলিগুড়ি। এই ভাষার প্রসার ঘটাতে এই পদক্ষেপ।
advertisement
আরও পড়ুন- কেকেআরের বিরুদ্ধে মাঠে নামলেই কোহলি গড়বেন বিশ্বরেকর্ড! যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই
নববর্ষের আগেই নতুন সাজে সাজবে শহর শিলিগুড়ি। হোটেল হোক বা ব্যবসায়ীক প্রতিষ্ঠান শহর জুড়ে বাংলায় বসবে সাইনবোর্ড আর এই খবর উঠতেই খুশির হওয়া শহরবাসীর মনে।
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2025 7:47 PM IST
