Virat Kohli: কেকেআরের বিরুদ্ধে মাঠে নামলেই কোহলি গড়বেন বিশ্বরেকর্ড! যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই

Last Updated:
Virat Kohli Chance To Create An Unique World Record In KKR vs RCB Match In IPL 2025: শনিবার কেকেআররের বিরুদ্ধে প্রিয় ইডেন গার্ডেন্সে নামলেই বিশ্বরেকর্ড গড়বেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। এমন রেকর্ড গড়বেন কোহলি যা কারও নেই।
1/4
ইডেন গার্ডেন্সে খেলার জন্য বরাবরই মুখিয়ে থাকেন বিরাট কোহলি। তা সে জাতীয় দলের গায়ে হোক আর আইপিএল ফ্র্য়াঞ্চাইজি আরসিবি-র হয়ে। ইডেন বিরাটের পছন্দের মাঠ।
ইডেন গার্ডেন্সে খেলার জন্য বরাবরই মুখিয়ে থাকেন বিরাট কোহলি। তা সে জাতীয় দলের গায়ে হোক আর আইপিএল ফ্র্য়াঞ্চাইজি আরসিবি-র হয়ে। ইডেন বিরাটের পছন্দের মাঠ।
advertisement
2/4
২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে কেকেআকেক বিরুদ্ধে আরও একবার ক্রিকেটের নন্দন কাননে খেলতে নামবেন বিরাট কোহলি। কোহলিকে ব্যাটিং দেখার অপেক্ষায় কলকাতাবাসী।
২২ মার্চ আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে কেকেআকেক বিরুদ্ধে আরও একবার ক্রিকেটের নন্দন কাননে খেলতে নামবেন বিরাট কোহলি। কোহলিকে ব্যাটিং দেখার অপেক্ষায় কলকাতাবাসী।
advertisement
3/4
কেকেআরের বিরুদ্ধে শনিবারের ম্যাচটি বিরাট কোহলির কেরিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ হতে চলেছে। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪০০টি টি-২০ ম্যাচ খেলার নজির গড়বেন বিরাট কোহলি।
কেকেআরের বিরুদ্ধে শনিবারের ম্যাচটি বিরাট কোহলির কেরিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ হতে চলেছে। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪০০টি টি-২০ ম্যাচ খেলার নজির গড়বেন বিরাট কোহলি।
advertisement
4/4
এছাড়া বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে ১০০-র বেশি টেস্ট ম্যাচ, ৩০০ ওয়ান ডে ম্যাচ ও ৪০০ টি-২০ ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন। ফলে কেকেআরের বিরুদ্ধে রান না করলেও বড় রেকর্ড গড়বেন বিরাট।
এছাড়া বিরাট কোহলি প্রথম ক্রিকেটার হিসেবে ১০০-র বেশি টেস্ট ম্যাচ, ৩০০ ওয়ান ডে ম্যাচ ও ৪০০ টি-২০ ম্যাচ খেলার রেকর্ড গড়তে চলেছেন। ফলে কেকেআরের বিরুদ্ধে রান না করলেও বড় রেকর্ড গড়বেন বিরাট।
advertisement
advertisement
advertisement