ভূত ঢুকেছে বলে অসুস্থকে মার, ওঝার ঝাড়ফুঁকে মৃত্যু যুবকের

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

যুবকের দেহের একাংশ অসাড়। ঝাড়ফুঁকের সময় চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে থাপ্পড়। ওঝার নির্যাতনে মারাই গেলেন যুবক। পুরাতন মালদহের যাত্রাডাঙার ঘটনায় অভিযুক্ত ওঝা ফজলু রহমানের খোঁজ চলছে।

  • Last Updated :
  • Share this:

    #মালদহ: যুবকের দেহের একাংশ অসাড়। ঝাড়ফুঁকের সময় চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে থাপ্পড়। ওঝার নির্যাতনে মারাই গেলেন যুবক। পুরাতন মালদহের যাত্রাডাঙার ঘটনায় অভিযুক্ত ওঝা ফজলু রহমানের খোঁজ চলছে।

    আরও পড়ুন: ফুল-মালা বেনারসী শাড়িতে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন আমিত শাহ

    যুবকের শরীরে নাকি ভূত ঢুকেছে। তাই মেরে ভূত বিদায়ের চেষ্টা চালাচ্ছেন ওঝা। চুলের মুঠি ঝাঁকিয়েও বোধহয় কাজ হবে না... অগত্যা যুবককে ধরে পরপর থাপ্পড়।মারধরে অচৈতন্য হয়ে পড়লেও নিস্তার নেই। যুবককে ধরে হাঁটানোর চেষ্টাও করল ওঝা ফজলু রহমান।

    আরও পড়ুন: বেঙ্গালুরু থেকে এমবিএ করেছিল সুজাত বুখারি হত্যার মূলচক্রী !

    ঘটনার সূত্রপাত রবিবার। পুরাতন মালদহের যাত্রাডাঙার বাসিন্দা আশাদুল্লা শেখ পেশায় দিনমজুর। তাঁর দেহের বাঁ হাত ও পা অসাড় হয়ে যায়।

    আরও পড়ুন: সোনার কুয়ো থেকে তোলা ১০৮ ঘটি জলে স্নানযাত্রা শুরু পুরীর জগন্নাথদেবের

    চলার শক্তি ছিল না। উঠিয়ে মারধর। দুপুর তিনটে থেকে চারটে ঝাড়ফুঁক। বাড়ি চলে যায়। আবার পাঁচটার সময় এসে বলে ভূত ঢুকেছে। এরপর শুরু হয় চরম নির্যাতন। থাপ্পড়। পায়ের ভরে মারধর করিয়ে । এইসময় পড়ে গিয়ে অচৈতন্য হয়ে পড়ে যায়। ভর্তি করে মালদহ মেডিক্যাল কলেজে। মঙ্গলবার সকালে মারা যায়। মাটি দিয়ে দেয়। কয়েকজন গ্রামবাসী ভিডিও করে রাখে। ভাইরাল হয়ে যায়। পুলিশ প্রশাসন পায়। স্ত্রী লাকি বিবি ডেকেছিলেন। আপত্তি করেন। স্ত্রী অভিযুক্ত হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারে।

    First published:

    Tags: Evil Spirits, Malda, Man Beaten To Death