ভূত ঢুকেছে বলে অসুস্থকে মার, ওঝার ঝাড়ফুঁকে মৃত্যু যুবকের

Last Updated:

যুবকের দেহের একাংশ অসাড়। ঝাড়ফুঁকের সময় চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে থাপ্পড়। ওঝার নির্যাতনে মারাই গেলেন যুবক। পুরাতন মালদহের যাত্রাডাঙার ঘটনায় অভিযুক্ত ওঝা ফজলু রহমানের খোঁজ চলছে।

#মালদহ: যুবকের দেহের একাংশ অসাড়। ঝাড়ফুঁকের সময় চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে থাপ্পড়। ওঝার নির্যাতনে মারাই গেলেন যুবক। পুরাতন মালদহের যাত্রাডাঙার ঘটনায় অভিযুক্ত ওঝা ফজলু রহমানের খোঁজ চলছে।
যুবকের শরীরে নাকি ভূত ঢুকেছে। তাই মেরে ভূত বিদায়ের চেষ্টা চালাচ্ছেন ওঝা। চুলের মুঠি ঝাঁকিয়েও বোধহয় কাজ হবে না... অগত্যা যুবককে ধরে পরপর থাপ্পড়।
advertisement
মারধরে অচৈতন্য হয়ে পড়লেও নিস্তার নেই। যুবককে ধরে হাঁটানোর চেষ্টাও করল ওঝা ফজলু রহমান।
advertisement
ঘটনার সূত্রপাত রবিবার। পুরাতন মালদহের যাত্রাডাঙার বাসিন্দা আশাদুল্লা শেখ পেশায় দিনমজুর। তাঁর দেহের বাঁ হাত ও পা অসাড় হয়ে যায়।
চলার শক্তি ছিল না। উঠিয়ে মারধর। দুপুর তিনটে থেকে চারটে ঝাড়ফুঁক। বাড়ি চলে যায়। আবার পাঁচটার সময় এসে বলে ভূত ঢুকেছে। এরপর শুরু হয় চরম নির্যাতন। থাপ্পড়। পায়ের ভরে মারধর করিয়ে । এইসময় পড়ে গিয়ে অচৈতন্য হয়ে পড়ে যায়। ভর্তি করে মালদহ মেডিক্যাল কলেজে। মঙ্গলবার সকালে মারা যায়। মাটি দিয়ে দেয়। কয়েকজন গ্রামবাসী ভিডিও করে রাখে। ভাইরাল হয়ে যায়। পুলিশ প্রশাসন পায়। স্ত্রী লাকি বিবি ডেকেছিলেন। আপত্তি করেন। স্ত্রী অভিযুক্ত হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা। এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ভূত ঢুকেছে বলে অসুস্থকে মার, ওঝার ঝাড়ফুঁকে মৃত্যু যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement