ফুল-মালা বেনারসী শাড়িতে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন আমিত শাহ

Last Updated:

কলকাতা থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ ৷ আজ তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথা তাঁর ৷ অমিত শাহের হেলিকপ্টার তারাপুরের মাঠে নামার কথা ৷

#তারাপীঠ: কলকাতা থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা হযেছিলেন সকালেই ৷ আজ তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁর ৷ পূর্বনির্ধারিত সেই সূচী মতোই বৃহস্পতিবার সকালে তারাপীঠের মায়ের মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷
অমিতের সফর উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তারাপীঠ মন্দির চত্বর ৷ পুজোর ফুল, মালা, শাড়ি নিয়ে সাড়ে ১২টা নাগাদ তারাপীঠের গর্ভগৃহে ঢোকেন অমিত শাহ ৷ এরপরেই মায়ের পুজো দেন তিনি ৷
এরপর তারাপুরের একটি স্কুলে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অমিত ৷ বৈঠকের পরই হেলিকপ্টারে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বিজেপির সভাপতির ৷ অমিত সফরকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তা বলয়ে ঢাকা তারাপীঠ ৷
advertisement
advertisement
লক্ষ্য ২০১৯ ৷ আর সেই লক্ষ্যভেদে বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে নয়া রণনীতি নিয়ে দলের কর্মীদের কথা বলার কথা তাঁর ৷ পঞ্চায়েত নির্বাচনের পরই লোকসভা ভোটে অনেক বেশী আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বিজেপি ৷ তাই রাজ্যের বিজেপির নেতা কর্মীদের অক্সিজেন যোগাতেই এই সফর ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
advertisement
লোকসভা ভোটে এ রাজ্য থেকে ২২টি আসনে বিজেপি জয়ের আশা দেখছে ৷ কিন্তু তা কি আদৌ সম্ভব ? দিলীপ ঘোষ হোক ৷ কিংবা মুকুল রায় ৷ তাঁরা কি রাজ্য বিজেপিতে প্রভাব ফেলতে পেরেছেন ? তা নিজেই পরখ করে দেখতে চান তিনি ৷ গত বিধানসভা ভোটে ৩০-৪০টি আসনের লক্ষ্যমাত্রা স্থির করেও মাত্র ৩ টি আসনে জিতেছিল বিজেপি ৷ লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও কি সেই বিষয়টিরই পুনারাবৃত্তি হতে চলেছে ? তার প্রতি নজর রাখতে সমস্ত খতিয়ান পরখ করে নিতে কলকাতায় এলেন অমিত ৷
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফুল-মালা বেনারসী শাড়িতে তারাপীঠ মন্দিরে পুজো দিলেন আমিত শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement