বেঙ্গালুরু থেকে এমবিএ করেছিল সুজাত বুখারি হত্যার মূলচক্রী !

Last Updated:

রীতিমতো উচ্ছশিক্ষিত ছিল কাশ্মীরের প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারি হত্যার মূলচক্রী ৷ বেঙ্গালুরু থেকে এমবিএ পাশও করেছিল সে ৷ এমনটাই জানাল বুখারি হত্যার ভারপ্রাপ্ত তদন্তকারী অফিসাররা ৷

#শ্রীনগর: রীতিমতো উচ্ছশিক্ষিত ছিল কাশ্মীরের প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারি হত্যার মূলচক্রী ৷ বেঙ্গালুরু থেকে এমবিএ পাশও করেছিল সে ৷ এমনটাই জানাল বুখারি হত্যার ভারপ্রাপ্ত তদন্তকারী অফিসাররা ৷
‘রাইজিং কাশ্মীর’ পত্রিকার সম্পাদক সুজাত বুখারি হত্যায় আগেই তিন জঙ্গিকে চিহ্নিত করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ ৷ গতকাল ওই জঙ্গিদের সঙ্গে লস্কর-ই-তৈবার যোগ স্পষ্ট করেছিল তদন্তকারী অফিসাররা ৷ জানানো হয়েছিল এই তিন জন দুষ্কৃতীর মধ্যে দু’জন দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা আর বাকি একজন পাকিস্তানি ৷
তবে আজ নতুন করে সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ বুখারি হত্যার অন্যতম মস্তিষ্ক ওই জঙ্গির নাম সাজ্জাদ গুল ৷ ৪৮ বছরের সাজ্জাদ লস্করের সঙ্গে যোগ দিয়েছিল বেঙ্গালুরুতে পড়াশোনা শেষ করা পর ৷ এর আগেও বিচ্ছিন্নতাবাদে যোগ দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ শ্রীনগর জেল ও দিল্লির তিহার জেলে বেশ কয়েকমাস কাটিয়েছিল সাজ্জাদ ৷ পাঁচ বছর আগে পাকিস্তানে পালিয়ে গিয়েছিল সে ৷ পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা সাজ্জাদ সেখানে বসেই বুখারিকে হত্যার ছক কষেছিল ৷
advertisement
advertisement
গয়েন্দা সূত্রে খবর, লস্কর প্রধান হাফিজ সইদের থেকেই সরাসরি এসেছিল বুখারি নিকেশ করার আদেশ ৷ হাতে গোনা গুটি কয়েক সদস্যই জানত এই পরিকল্পনার কথা ৷ বুখারিকে সরানোর মূল দায়িত্ব পরেছিল সাজ্জাদের কাঁধে ৷ উচ্চশিক্ষিত হওয়ায় লস্কর-প্রধানের নেকনজরে রয়েছে গুল ৷ এমনকি সন্ত্রাসবাদে হাতেখড়ি হওয়ার আগে বিভিন্ন বিষয়ে ল্যাবরেটরি শিক্ষা দেওয়া হয়েছিল সাজ্জাদের ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
বেঙ্গালুরু থেকে এমবিএ করেছিল সুজাত বুখারি হত্যার মূলচক্রী !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement