প্রয়াত সাংবাদিক সুজাত বুখারির মৃত্য়ুতে চিহ্নিত ৩ জঙ্গি, স্পষ্ট লস্কর-ই-তৈবা যোগ
Last Updated:
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেজেডির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ, আইএএস অফিসার প্রদীপ কুমার মহাপাত্র ঘটনার সত্যতা মেনে নিয়ে জানিয়েছেন ৷
#শ্রীনগর: প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারির হত্যা মামলায় বড়সড় সাফল্যের মুখ দেখল জম্মু-কাশ্মীর পুলিশ ৷ তাঁর মৃত্যুর সঙ্গে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে স্পশ্ট পাকিস্তান যোগ ৷ বুধবার প্রখ্যাত এই সাংবাদিক খুনে জড়িত থাকার অভিযোগে ৩ দুষ্কৃতীকে চিহ্নিত করেছে জম্মু-কাশ্মীরের পুলিশ ৷ এই ৩ জন দুষ্কৃতীর মধ্যে ২ জন দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা আর বাকি ১ জন পাকিস্তানি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে পাকিস্তানি জঙ্গি গত বছর নভিদ জাট কয়েকটি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল ৷ গত বছর ফেব্রুয়ারি মাসে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল ৷ জাট শুধুই পাকিস্তানি নয়, লস্কর-ই-তৈবার সক্রিয় কর্মীও বটে ৷
advertisement
advertisement
প্রখ্যাত সাংবাদিক তথা রাইজিং কাশ্মীরের সম্পাদক প্রয়াত সুজাত বুখারিকে ১৪ জুনে তাঁরই অফিসের বাইরে দুষ্কৃতীরা দুই দেহরক্ষী সমেত গুলি করে খুন করেছিল তাঁকে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল স্পষ্ট বক্তা তথা কাশ্মীরের কন্ঠ সুজাত বুখারির ৷
জানা গিয়েছে বুখারির দেহরক্ষীর কাছ থেকে বন্দুক ছিনতাই করেছিল দুষ্কৃতীরা ৷ সিসি়টিভি ফুটেজ দেখে চিহ্নিত করা গিয়েছিল অপরাধীদের ৷ বুখারির মৃত্যুস্থলে কুখ্যাত পাকিস্তানি জঙ্গি জাটকে দেখা গিয়েছিল ৷ তদন্তে উঠে এসেছে একাধিক সূত্র, তবে নিরাপত্তার কথা মাথায় রেখেই এখনও পর্যন্ত প্রকাশ্যে বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকছে পুলিশ ৷
advertisement
Location :
First Published :
June 27, 2018 5:31 PM IST