Home /News /north-bengal /
ছেলেধরা সন্দেহে গণপিটুনি, বেধড়ক মারে মৃত্যু ব্যক্তির

ছেলেধরা সন্দেহে গণপিটুনি, বেধড়ক মারে মৃত্যু ব্যক্তির

Representational Image

Representational Image

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। মালদার হবিবপুরের ঘটনায় আটক চার। বারবার একই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।

 • Last Updated :
 • Share this:

  #মালদহ: ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। মালদার হবিবপুরের ঘটনায় আটক চার। বারবার একই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।

  আরও পড়ুন: বৃষ্টির সম্ভাবনা কমল কলকাতায়, আগামী ৭২ ঘণ্টায় বাড়বে তাপমাত্রামাঝবয়সী মানুষটাকে দেখে কার ছেলেধরা মনে হয়েছিল, জানা নেই। লোকমুখে সেকথা রটতে মাত্র কয়েক মুহূর্ত লেগেছিল। আর তারপরই শুরু হয় গণপিটুনি। অভিযুক্তকে বিবস্ত্র করে গোলপোস্টের সঙ্গে বেঁধে চলে বেধড়ক মার। বুধবার সকালে ঘটনাটি ঘটে মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী ডোবাপাড়া এলাকায়। ডিএসপি-র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উন্মত্ত জনতাকে বাগে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। কোনও মতে আক্রান্তকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

  আরও পড়ুন: বৃষ্টির সম্ভাবনা কমল কলকাতায়, আগামী ৭২ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা

  এই নিয়ে গত এক সপ্তাহে ছেলেধরা সন্দেহে হবিবপুরেই গণপিটুনির শিকার হলেন চারজন। আক্রান্তদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও এক আদিবাসী মহিলা। অথচ এলাকায় কোনও শিশুচুরিই হয়নি। আক্রান্তদের কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়নি। তাও বারবার একই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।

  আরও পড়ুন:  রাজ্যস্তরের দাবাড়ুর বিরুদ্ধে জোর করে গর্ভপাতের অভিযোগ, আত্মীয়ের হাতে মার খেলেন যুবতী

  কে বা কারা ছেলেধরা নিয়ে গুজব ছড়াচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার থেকে এলাকায় শুরু হয়েছে মাইকিংও। তারপরও অবশ্য রোখা যায়নি গণপিটুনিতে মৃত্যু।

  First published:

  Tags: Child Kidnapping, Lynching, Malda, Man Beaten To Death