ছেলেধরা সন্দেহে গণপিটুনি, বেধড়ক মারে মৃত্যু ব্যক্তির
Last Updated:
ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। মালদার হবিবপুরের ঘটনায় আটক চার। বারবার একই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
#মালদহ: ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। মালদার হবিবপুরের ঘটনায় আটক চার। বারবার একই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
মাঝবয়সী মানুষটাকে দেখে কার ছেলেধরা মনে হয়েছিল, জানা নেই। লোকমুখে সেকথা রটতে মাত্র কয়েক মুহূর্ত লেগেছিল। আর তারপরই শুরু হয় গণপিটুনি। অভিযুক্তকে বিবস্ত্র করে গোলপোস্টের সঙ্গে বেঁধে চলে বেধড়ক মার। বুধবার সকালে ঘটনাটি ঘটে মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী ডোবাপাড়া এলাকায়। ডিএসপি-র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উন্মত্ত জনতাকে বাগে আনতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। কোনও মতে আক্রান্তকে উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
advertisement
advertisement
এই নিয়ে গত এক সপ্তাহে ছেলেধরা সন্দেহে হবিবপুরেই গণপিটুনির শিকার হলেন চারজন। আক্রান্তদের মধ্যে রয়েছেন এক দম্পতি ও এক আদিবাসী মহিলা। অথচ এলাকায় কোনও শিশুচুরিই হয়নি। আক্রান্তদের কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিতও হয়নি। তাও বারবার একই ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
advertisement
কে বা কারা ছেলেধরা নিয়ে গুজব ছড়াচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার থেকে এলাকায় শুরু হয়েছে মাইকিংও। তারপরও অবশ্য রোখা যায়নি গণপিটুনিতে মৃত্যু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2018 7:55 PM IST