Mamata Banerjee: 'আমরা যেন দেশকে, নেতাজিকে না ভুলি'- সুভাষজয়ন্তীতে বার্তা মুখ্যমন্ত্রীর

Last Updated:

সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলিপুরদুয়ারে মমতা
আলিপুরদুয়ারে মমতা
আলিপুরদুয়ার: উত্তরবঙ্গ সফরে  নেতাজিজয়ন্তীর অনুষ্ঠান উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “নেতাজী সুভাষচন্দ্র বসু গোটা বিশ্বে বিখ্যাত। এই প্রথম তরাই ডুয়ার্স থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে গোটা রাজ্যে পালন করছি।”
এরপরেই অনুষ্ঠানে জন বারলাকে আসার জন্য ধন্যবাদ জানান মমতা। এ দিনে তাঁর বক্তব্যে ফুটে ওঠে পশ্চিমবঙ্গ তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তিনি বলেন, “আজকে সর্বধর্মের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। দেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে, সেলুলার জেলে বাংলা ও পাঞ্জাবের মানুষ বেশি করে বন্দি ছিলেন। আন্দামান সেলুলার জেলের পরে, আলিপুরদুয়ার জেলার বক্সাতে প্রচুর বিপ্লবীদের রাখা হয়েছিল। আজ সেই জেলায় আমরা পালন করছি নেতাজির জন্মদিন।”
advertisement
advertisement
এরপরেই তিনি বলেন, “প্ল্যানিং কমিশন নেতাজি তৈরি করেছিলেন। সেটাকে তুলে দেওয়া হল। জয় হিন্দ তাঁর স্লোগান। নেতাজি বলতেন সবাইকে নিয়ে, সব ধর্মকে নিয়ে চলতে হবে। এই দিনটি দেশকে সম্মান জানিয়ে আমরা পালন করি।”
advertisement
আজ তাঁর বক্তব্যে উঠে আসে একের পর এক মনীষীদের কথা। তিনি বলেন,”একদিকে রবীন্দ্রনাথ, একদিকে নজরুল, একদিকে পঞ্চানন বর্মা, একদিকে নেতাজী, একদিকে স্বামীজী সবাই লড়াইয়ে যুক্ত আছেন। তাই সব মণীষীদের শ্রদ্ধা জানাই।
নেতাজির মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশার অবকাশ রয়েছে। তা নিয়েও বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “আমাদের দুঃখ ওনার জন্মদিন আমরা জানলেও, ওনার মৃত্যুদিন আমরা জানি না। উনি ষড়যন্ত্রের শিকার। আমাদের দুঃখ হয়, কোথায় হারিয়ে গেলেন, আমরা খুঁজে পাইনা।”
advertisement
এরপরেই মমতার কথায় উঠে আসে ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ। তিনি বলেন, “ধর্মনিরপেক্ষতা ও সৌভাতৃত্ব সবচেয়ে বড় জিনিষ। বিশ্বাস, ত্যাগ ও ঐক্য আমাদের পথ দেখায়। আমরা কী করে সেটা ভুলব। দেশের জন্য যারা জীবন দেন, তাদের ভুলব না আমরা।
আমরা যেন দেশকে, আমরা নেতাজিকে না ভুলি। আমরা আলিপুর মিউজিয়াম খুলে দিয়েছি সকলের জন্য। স্মার্ট ফোন দেওয়ার প্রকল্পের নাম দিয়েছি তরুণের স্বপ্ন। আমরা রাজ্যের হাতে থাকা ৮৪ ফাইল সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিয়েছি।” নেতাজির জন্মদিনে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: 'আমরা যেন দেশকে, নেতাজিকে না ভুলি'- সুভাষজয়ন্তীতে বার্তা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement