Mamata Banerjee: পাখির চোখ করে ফেলেছেন, ডিসেম্বরের শুরুতেই চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

Last Updated:

Mamata Banerjee: ১০-১১ তারিখ ধূপগুড়ি অথবা বানারহাট এলাকায় সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা
উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা
রকি চৌধূরী, বানারহাট: লোকসভা নির্বাচন পাখির চোখ! উত্তরবঙ্গ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ তারিখ উত্তরবঙ্গ সফরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর, তৃণমূল সূত্রে এমনই খবর। ১০-১১ তারিখ ধূপগুড়ি অথবা বানারহাট এলাকায় সভা করতে পারেন তিনি।
তার আগেই জায়গা চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। কোথায় আসবেন তিনি, কোথায় তৈরি হবে হেলিপ্যাড, কোন এলাকা দিয়ে তিনি যাবেন বানারহাটের বিভিন্ন জায়গা, ঘুরে দেখছেন জেলা প্রশাসনের কর্তারা। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ একাধিক আধিকারিক।
advertisement
advertisement
সূত্রের খবর, আজই কলকাতায় মন্ত্রী মন্ডলীর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উত্তরবঙ্গের মন্ত্রী বুলুচিক বড়াইক নিজেও উপস্থিত ছিলেন। সেখানে চা-বাগানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী যেদিন আসবেন, সেদিন এই সমস্যা গুলো তুলে ধরা হবে আসার আগে।
advertisement
যার মধ্যে অন্যতম সমস্যা পাট্টার সমস্যা, শ্রমিকদের বেতন সমস্যা, পিএফ সমস্যা সহ বিভিন্ন সমস্যা। এই সমস্ত সমস্যার কথা গুলো তুলে ধরতে পারেন বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন বাগানের চা-শ্রমিকরা এখনও পর্যন্ত বকেয়া বেতন পাননি অভিযোগ রয়েছে। এমনকি ক্রেশ হাউজও তৈরি হয়নি বলেই খবর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee: পাখির চোখ করে ফেলেছেন, ডিসেম্বরের শুরুতেই চমক দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement