Mamata Banerjee at Darjeeling: টানা পাঁচ দিন দার্জিলিংয়ে থাকবেন মমতা, পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়? জোর জল্পনা

Last Updated:

রবিবার, ২৭ মার্চ শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ ওই দিন শিলিগুড়ির উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতেই দার্জিলিং পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Darjeeling)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আর এবার একটানা পাঁচদিন দার্জিলিংয়েই (Darjeeling) থাকবেন মুখ্যমন্ত্রী৷ সবমিলিয়ে ছ' দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
রবিবার, ২৭ মার্চ শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ ওই দিন শিলিগুড়ির উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতেই দার্জিলিং পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী৷ রবিবার থেকে টানা পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ মঙ্গলবার ২৯ মার্চি দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী৷ ৩১ তারিখ দার্জিলিং থেকে শিলিগুড়ি নেমে আসবেন মুখ্যমন্ত্রী৷ ১ এপ্রিল কলকাতায় ফেরার কথা তাঁর৷
advertisement
advertisement
দু'টি সরকারি অনুষ্ঠানের উল্লেখ থাকলেও বাকি দিনগুলিতে মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানা যায়নি৷ তবে মনে করা হচ্ছে, পাহাড়ে থাকাকালীনই জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পাশাপাশি পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি৷ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকার জিটিএ নির্বাচন করাবে৷ তৃণমূলও সেই নির্বাচনে লড়বে৷
advertisement
এর পাশাপাশি হামরো পার্টির উত্থানে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে৷ পুরভোটে জিতে দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি৷ পুরভোটের ফলেই প্রমাণিত, দার্জিলিংয়ে বিজেপি অনেকটাই কোণঠাসা৷ তৃণমূল সূত্রের খবর, পাহাড়ের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কাজে লাগিয়েই দার্জিলিংয়ে নতুন করে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, পুরভোটের ফল প্রকাশের পর তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী দাবি করেছিলেন, ভবিষ্যতে পাহাড়ে একাই লড়বে তৃণমূল৷ কিন্তু কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের সভায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, পাহাড়ে দলের ভবিষ্যৎ রণকৌশল কী হবে, সে বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷
সূত্রের খবর, পাহাড়ে থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী৷ গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং অনেকদিন আগেই তৃণমূলের প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়েছেন৷ সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে রাজনৈতিক মহলেও চরম কৌতূহল তৈরি হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee at Darjeeling: টানা পাঁচ দিন দার্জিলিংয়ে থাকবেন মমতা, পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়? জোর জল্পনা
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement