Mamata Banerjee at Darjeeling: টানা পাঁচ দিন দার্জিলিংয়ে থাকবেন মমতা, পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়? জোর জল্পনা

Last Updated:

রবিবার, ২৭ মার্চ শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ ওই দিন শিলিগুড়ির উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতেই দার্জিলিং পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Darjeeling)৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আর এবার একটানা পাঁচদিন দার্জিলিংয়েই (Darjeeling) থাকবেন মুখ্যমন্ত্রী৷ সবমিলিয়ে ছ' দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
রবিবার, ২৭ মার্চ শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ ওই দিন শিলিগুড়ির উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাতেই দার্জিলিং পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী৷ রবিবার থেকে টানা পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ মঙ্গলবার ২৯ মার্চি দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী৷ ৩১ তারিখ দার্জিলিং থেকে শিলিগুড়ি নেমে আসবেন মুখ্যমন্ত্রী৷ ১ এপ্রিল কলকাতায় ফেরার কথা তাঁর৷
advertisement
advertisement
দু'টি সরকারি অনুষ্ঠানের উল্লেখ থাকলেও বাকি দিনগুলিতে মুখ্যমন্ত্রীর কর্মসূচি নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানা যায়নি৷ তবে মনে করা হচ্ছে, পাহাড়ে থাকাকালীনই জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পাশাপাশি পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি৷ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকার জিটিএ নির্বাচন করাবে৷ তৃণমূলও সেই নির্বাচনে লড়বে৷
advertisement
এর পাশাপাশি হামরো পার্টির উত্থানে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে৷ পুরভোটে জিতে দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি৷ পুরভোটের ফলেই প্রমাণিত, দার্জিলিংয়ে বিজেপি অনেকটাই কোণঠাসা৷ তৃণমূল সূত্রের খবর, পাহাড়ের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কাজে লাগিয়েই দার্জিলিংয়ে নতুন করে তৃণমূলের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, পুরভোটের ফল প্রকাশের পর তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী দাবি করেছিলেন, ভবিষ্যতে পাহাড়ে একাই লড়বে তৃণমূল৷ কিন্তু কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের সভায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, পাহাড়ে দলের ভবিষ্যৎ রণকৌশল কী হবে, সে বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন৷
সূত্রের খবর, পাহাড়ে থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী৷ গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং অনেকদিন আগেই তৃণমূলের প্রতি তাঁর সমর্থনের কথা জানিয়েছেন৷ সবমিলিয়ে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর নিয়ে রাজনৈতিক মহলেও চরম কৌতূহল তৈরি হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee at Darjeeling: টানা পাঁচ দিন দার্জিলিংয়ে থাকবেন মমতা, পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়? জোর জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement