New tourist attraction at Darjeeling: দার্জিলিংয়ে এবার দারুণ আকর্ষণ, উদ্বোধন করে রবীন্দ্র সঙ্গীত গাইলেন মমতা

Last Updated:

জিটিএ-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে এ দিন সেই ক্যাফে হাউজের উদ্বোধন করেন মমতা৷

এভাবেই ক্যাফে হাউজের উন্মুক্ত ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যাবে৷ উদ্বোধনে মুখ্যমন্ত্রী৷
এভাবেই ক্যাফে হাউজের উন্মুক্ত ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যাবে৷ উদ্বোধনে মুখ্যমন্ত্রী৷
#দার্জিলিং: সামনে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা৷ গরম কফির কাপে চুমুক দিতে দিতে সেই নৈস্বর্গিক দৃশ্য উপভোগ করছেন আপনি৷ চাইলে কামড় দিতে পারেন গরম ফিশ ফ্রাইতে৷ অথবা কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখেই মিঠে রোদে বসে পড়ে নিতে পারেন পছন্দের বই৷
ম্যাল, টয় ট্রেন, গ্লেনারিজের সঙ্গেই এবার দার্জিলিংয়ে পর্যটকদের আকর্ষণের তালিকায় নতুন সংযোজন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এ দিন উদ্বোধন হল দার্জিলিং কফি হাউজের৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে ক্যাফে হাউজ৷ এই কফি হাউজের সবথেকে বড় আকর্ষণ, উন্মুক্ত জায়গায় বসেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন পর্যটকরা৷
আরও পড়ুন: 'কোনও ধান্দাবাজ নেতার কথা শুনবেন না', পাহাড়ে পাঁচ বড় ঘোষণা মমতার
advertisement
advertisement
বেসরকারি উদ্যোগে এই ক্যাফে হাউজ তৈরি হলেও এর পরিকল্পনা মুখ্যমন্ত্রীরই৷ উদ্বোধনে গিয়ে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিংয়ের কফি হাউজে বসে রবীন্দ্র সঙ্গীতও গাইলেন মুখ্যমন্ত্রী৷
মাস তিনেক আগে দার্জিলিং সফরে এসে ম্যালের অদূরে দার্জিলিং রাজ ভবন লাগোয়া একটি জায়গায় এমনই একটি কফি হাউজ তৈরির জন্য শিল্পপতি সত্যম রায় চৌধুরীকে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তার পরেই মাত্র তিন মাসের মধ্যে চালু হয়ে গেল সেই কফি হাউজ৷
advertisement
জিটিএ-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে এ দিন সেই ক্যাফে হাউজের উদ্বোধন করেন মমতা৷ দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করার জন্য শিল্পপতি সত্যম রায় চৌধুরীর ভূয়সী প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
New tourist attraction at Darjeeling: দার্জিলিংয়ে এবার দারুণ আকর্ষণ, উদ্বোধন করে রবীন্দ্র সঙ্গীত গাইলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement