New tourist attraction at Darjeeling: দার্জিলিংয়ে এবার দারুণ আকর্ষণ, উদ্বোধন করে রবীন্দ্র সঙ্গীত গাইলেন মমতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
জিটিএ-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে এ দিন সেই ক্যাফে হাউজের উদ্বোধন করেন মমতা৷
#দার্জিলিং: সামনে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা৷ গরম কফির কাপে চুমুক দিতে দিতে সেই নৈস্বর্গিক দৃশ্য উপভোগ করছেন আপনি৷ চাইলে কামড় দিতে পারেন গরম ফিশ ফ্রাইতে৷ অথবা কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখেই মিঠে রোদে বসে পড়ে নিতে পারেন পছন্দের বই৷
ম্যাল, টয় ট্রেন, গ্লেনারিজের সঙ্গেই এবার দার্জিলিংয়ে পর্যটকদের আকর্ষণের তালিকায় নতুন সংযোজন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এ দিন উদ্বোধন হল দার্জিলিং কফি হাউজের৷ যার পোশাকি নাম দেওয়া হয়েছে ক্যাফে হাউজ৷ এই কফি হাউজের সবথেকে বড় আকর্ষণ, উন্মুক্ত জায়গায় বসেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন পর্যটকরা৷
advertisement
advertisement
বেসরকারি উদ্যোগে এই ক্যাফে হাউজ তৈরি হলেও এর পরিকল্পনা মুখ্যমন্ত্রীরই৷ উদ্বোধনে গিয়ে অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দার্জিলিংয়ের কফি হাউজে বসে রবীন্দ্র সঙ্গীতও গাইলেন মুখ্যমন্ত্রী৷
মাস তিনেক আগে দার্জিলিং সফরে এসে ম্যালের অদূরে দার্জিলিং রাজ ভবন লাগোয়া একটি জায়গায় এমনই একটি কফি হাউজ তৈরির জন্য শিল্পপতি সত্যম রায় চৌধুরীকে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তার পরেই মাত্র তিন মাসের মধ্যে চালু হয়ে গেল সেই কফি হাউজ৷
advertisement
জিটিএ-র নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে এ দিন সেই ক্যাফে হাউজের উদ্বোধন করেন মমতা৷ দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করার জন্য শিল্পপতি সত্যম রায় চৌধুরীর ভূয়সী প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2022 5:37 PM IST