Mamata Banerjee On Students: 'সবুজ সাথী' থেকে 'মোবাইল ফোন'! পড়ুয়াদের জন্য বড় ঘোষণা! পাহাড় থেকে ঢালাও প্রতিশ্রুতি মমতার

Last Updated:

Mamata Banerjee: সফরের ষষ্ঠ দিনে জলপাইগুড়িতে স্বাস্থ্য স্বাথী, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক বড় ঘোষণার পাশাপাশি একগুচ্ছ জনদরদী সিদ্ধান্তের কথা ডুয়ার্সের মানুষকে শোনালেন মুখ্যমন্ত্রী।

জলপাইগুড়িতে ঢালাও প্রতিশ্রুতি মমতার
জলপাইগুড়িতে ঢালাও প্রতিশ্রুতি মমতার
জলপাইগুড়ি: ২০২৪-এর লোকসভা ভোটের আগেই একের পর এক মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায়ের। চা-বাগানে পাট্টা বিলির পর পাহাড়ের মানুষের জনজীবন উন্নয়নে একের পর এক ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী। ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্প ও কর্মসূচির কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএর জন্য একগুচ্ছ সুবিধার কথা পাহাড় সফর শুরুতে কার্শিয়াং থেকেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নজরে উত্তরবঙ্গের আরও এক জেলা জলপাইগুড়ি।
আজ সফরের ষষ্ঠ দিনে জলপাইগুড়িতে স্বাস্থ্য স্বাথী, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক বড় ঘোষণার পাশাপাশি একগুচ্ছ জনদরদী সিদ্ধান্তের কথা ডুয়ার্সের মানুষকে শোনালেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের জন্য বড় ঘোষণা মমতার। মুখ্যমন্ত্রীর কথায়, “ডিসেম্বর মাসের মধ্যে সবুজ সাথী সাইকেল করে দেবে সরকার।” পাশাপাশি দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এই মাসেই সব ফোন দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা।
advertisement
advertisement
মমতা তাঁর ঘোষণায় আজ বলেন, “জল্পেশ শিব মন্দির এর উন্নয়ন এর জন্য আমরা ৫ কোটি টাকা দিয়েছি। ২০২৪ এর আগে সবার বাড়িতে জল পৌঁছে যাবে। এটা আমাদের প্রতিশ্রুতি। আমি মুখ্য সচিবকে বানারহাটে একটা দমকল কেন্দ্র করে দিতে বলেছি।” শুধু তাই নয়, বানারহাটে একটা ৩০ শয্যার হাসপাতাল করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা। একইসঙ্গে তিনি বলেন, “আজ ৬ হাজারের উপর পাট্টা দেওয়া হল। ১ মাসের মধ্যেই ১৩ হাজার পাট্টা দেওয়া হচ্ছে। যে চা বাগানগুলি বন্ধ আছে তাদের শ্রমিকদের ১৫০০ টাকা করে দেব এই মাস থেকেই। একইসঙ্গে মমতা বলেন, “কেউ যদি হোম স্টে বানাতে চান, বানিয়ে নিন। কেউ যদি টয়লেট বানাতে চান বানিয়ে নিন।”
advertisement
আরও পড়ুন: ঘূর্ণাবর্ত… পশ্চিমী ঝঞ্ঝা…! রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি, কুয়াশা সতর্কতা! কী হবে বাংলায়? আইএমডির মেগা আপডেট
প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি থেকে শাসক দল তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। যদিও ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই জেলায় উল্লেখযোগ্য ভাল ফল করেছিল শাসক দল। কিন্তু এবার ২০২৪ এর লোকসভা নির্বাচনে ২০১৯ এর ব্যর্থতা কাটিয়ে আরও ভাল ফল করতে চায় শাসক দল। কার্যত উত্তরবঙ্গই এবার টার্গেট খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই পাহাড়ের উন্নয়নে কার্যত ঢালাও প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee On Students: 'সবুজ সাথী' থেকে 'মোবাইল ফোন'! পড়ুয়াদের জন্য বড় ঘোষণা! পাহাড় থেকে ঢালাও প্রতিশ্রুতি মমতার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement