গরুমারা জঙ্গল থেকে বাইসন ঢুকে পড়ল চাবাগানে, আতঙ্কে এলাকাবাসী
Last Updated:
গরুমারা জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসন বেরিয়ে এসে হাজির হয় মাল কলেজ সংলগ্ন সোনগাছি চাবাগানের বাটাইগোল ডিভিশনে।
#সোনগাছি: ফের লোকালয়ে বাইসন আতঙ্ক ছড়ালো চাবাগানে। সাতসকালে লোকালয়ে একটি বাইসনের উপস্থিতিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার ।এদিন গরুমারা জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ বাইসন বেরিয়ে এসে হাজির হয় মাল কলেজ সংলগ্ন সোনগাছি চাবাগানের বাটাইগোল ডিভিশনে।
এদিক ওদিক খানিক্ষণ ছোটাছুটি করে হাজির হয় বুষুন মাহালির বাড়ির উঠোনে। খবর পেয়ে হাজির হয় খুনিয়া এবং মাল বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। কিন্তু বাইসনটিকে তাড়াতে না পেরে আনা হয় ট্রানকুলাইজার বিশেষজ্ঞ বিজয় ধরকে। পরপর দু'টো ঘুমপাড়ানি গুলি করা হয়। গুলি খেয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে কাবু হয়ে পড়ে বাইসনটি। পরে এটিকে দড়ি দিয়ে বেধে গরুমারা নিয়ে যাওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2019 2:28 PM IST