Village Selfie Zone: শুধু শহর কেন! এবার গ্রামেও সেলফি জোন! নতুন কিছু পেতেই সেলফি তুলতে হুড়োহুড়ি গ্রামবাসীদের

Last Updated:

আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রামেও এবার সেলফি জোন

+
নিয়ামতপুর

নিয়ামতপুর সেলফি জোন

মালদহ: যোগাযোগ ব্যবস্থা আধুনিক না হলেও গ্রামের এই জিনিসটা বিশেষ নজর কেড়েছে সকলের। মালদহের প্রত্যন্ত এক গ্রামে গড়ে উঠেছে ভালবাসার সেলফি জোন। যেখানে ভিড় জমাচ্ছেন গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। বিশেষত এই ধরনের সেলফি জোন দেখা দেয় শহর এলাকায়। অনেক সময় শখ করে ছবি তোলার জন্য শহর এলাকায় পাড়ি দেন গ্রামের যুবক-যুবতীরা। তাই তাদের কথা ভেবে গ্রামেই গড়ে তোলা হয় ভালবাসার সেলফি জোন।
এক গ্রামবাসী আকবর আলি জানান, “গ্রামে গল্প করে সময় কাটানোর মত কোন মনোরম পরিবেশগত জায়গা ছিল না। এই সেলফি জোন হওয়ায় ফাঁকা সময়ে আড্ডা দিতে ভাল লাগে। সন্ধ্যা নামার পরে আগে কেউ বাড়ি থেকে বের হতেন না। এখন সন্ধ্যা নামলেই গ্রামের যুবক-যুবতীরা ভিড় জমাচ্ছেন সেলফি জোনে আড্ডা দিতে। গ্রামের এমন দৃশ্য দেখে খুব ভাল লাগছে।”
advertisement
advertisement
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ জামিল জানান, “বর্তমান আধুনিক যুগের সঙ্গে মানুষের চাহিদাও আধুনিক হয়েছে। সেলফি বা ছবি তোলার জন্য গ্রামের যুবক যুবতীরা শহর এলাকায় ছুটতেন। মোবাইল ফোন ইন্টারনেটে দেখে প্রভাবিত হয়ে আমরাও গ্রামে এই সেলফি জোন তৈরি করার সিদ্ধান্ত নিই। পঞ্চায়েত কর্তৃপক্ষে আবেদনের পর এই সেলফি জোন তৈরি করা হয়েছে। এই সেলফি জোন তৈরি হওয়ায় খুব ভাল লাগছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের ইংরেজবাজার ব্লকের প্রত্যন্ত নিয়ামতপুর গ্রামের দৃশ্য নজর কেড়েছে সকলের। শহরের আদলে তৈরি প্রত্যন্ত গ্রামের এই সেলফি জোন দেখতে পার্শ্ববর্তী গ্রাম থেকেও ভিড় জমাচ্ছেন অনেকে। গ্রামের মনোরম পরিবেশগত কোন জায়গা না থাকায় সন্ধ্যা নামতেই ঘরে ভেতর ঢুকে পড়তেন বাসিন্দারা। এখন সেলফি জোন হওয়ায় সময় কাটানোর অন্যতম ঠিকানা হয়ে দাঁড়িয়েছে এই সেলফি জোন।
advertisement
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Village Selfie Zone: শুধু শহর কেন! এবার গ্রামেও সেলফি জোন! নতুন কিছু পেতেই সেলফি তুলতে হুড়োহুড়ি গ্রামবাসীদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement