Village Selfie Zone: শুধু শহর কেন! এবার গ্রামেও সেলফি জোন! নতুন কিছু পেতেই সেলফি তুলতে হুড়োহুড়ি গ্রামবাসীদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে গ্রামেও এবার সেলফি জোন
মালদহ: যোগাযোগ ব্যবস্থা আধুনিক না হলেও গ্রামের এই জিনিসটা বিশেষ নজর কেড়েছে সকলের। মালদহের প্রত্যন্ত এক গ্রামে গড়ে উঠেছে ভালবাসার সেলফি জোন। যেখানে ভিড় জমাচ্ছেন গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা। বিশেষত এই ধরনের সেলফি জোন দেখা দেয় শহর এলাকায়। অনেক সময় শখ করে ছবি তোলার জন্য শহর এলাকায় পাড়ি দেন গ্রামের যুবক-যুবতীরা। তাই তাদের কথা ভেবে গ্রামেই গড়ে তোলা হয় ভালবাসার সেলফি জোন।
এক গ্রামবাসী আকবর আলি জানান, “গ্রামে গল্প করে সময় কাটানোর মত কোন মনোরম পরিবেশগত জায়গা ছিল না। এই সেলফি জোন হওয়ায় ফাঁকা সময়ে আড্ডা দিতে ভাল লাগে। সন্ধ্যা নামার পরে আগে কেউ বাড়ি থেকে বের হতেন না। এখন সন্ধ্যা নামলেই গ্রামের যুবক-যুবতীরা ভিড় জমাচ্ছেন সেলফি জোনে আড্ডা দিতে। গ্রামের এমন দৃশ্য দেখে খুব ভাল লাগছে।”
advertisement
advertisement
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ জামিল জানান, “বর্তমান আধুনিক যুগের সঙ্গে মানুষের চাহিদাও আধুনিক হয়েছে। সেলফি বা ছবি তোলার জন্য গ্রামের যুবক যুবতীরা শহর এলাকায় ছুটতেন। মোবাইল ফোন ইন্টারনেটে দেখে প্রভাবিত হয়ে আমরাও গ্রামে এই সেলফি জোন তৈরি করার সিদ্ধান্ত নিই। পঞ্চায়েত কর্তৃপক্ষে আবেদনের পর এই সেলফি জোন তৈরি করা হয়েছে। এই সেলফি জোন তৈরি হওয়ায় খুব ভাল লাগছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের ইংরেজবাজার ব্লকের প্রত্যন্ত নিয়ামতপুর গ্রামের দৃশ্য নজর কেড়েছে সকলের। শহরের আদলে তৈরি প্রত্যন্ত গ্রামের এই সেলফি জোন দেখতে পার্শ্ববর্তী গ্রাম থেকেও ভিড় জমাচ্ছেন অনেকে। গ্রামের মনোরম পরিবেশগত কোন জায়গা না থাকায় সন্ধ্যা নামতেই ঘরে ভেতর ঢুকে পড়তেন বাসিন্দারা। এখন সেলফি জোন হওয়ায় সময় কাটানোর অন্যতম ঠিকানা হয়ে দাঁড়িয়েছে এই সেলফি জোন।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 04, 2025 2:54 PM IST