Malda TMC Leader Murder Case: মমতার 'প্রিয়' নেতা খুনে কঠোর পদক্ষেপ তৃণমূলের, 'প্রভাবশালী' নেতা বহিষ্কার, বন্ধু হয়ে গেল প্রাণঘাতী শত্রু!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Malda TMC Leader Murder Case: কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনার পর চোখের জলে ভেসেছিলেন তাঁর ছোটবেলার বন্ধু সহকর্মী। ৭ দিন পর সেই বন্ধুই গ্রেফতার ও পরে দল থেকে বহিষ্কার। চাঞ্চল্যকর খবর...
মালদহ: মালদহে তৃণমূল নেতা দুলাল সরকারের খুনে গ্রেফতারির পর দল থেকে বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি। ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল। মালদহ টাউন তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি।
গতকালই দুলাল সরকারের ঘটনায় গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারিকে। ধৃত ৫ জনের সঙ্গে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় নরেন্দ্রনাথকে। খুন হওয়া তৃণমূল নেতা দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার বর্তমান কাউন্সিলর পদে ছিলেন। আর ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর।
আরও পড়ুন: বাড়িতে যখন-তখন বিড়াল ঢুকে পড়ছে? আবার চলেও যাচ্ছে? বাস্তু অনুযায়ী এর অর্থ কী জানুন
দুলাল সরকার খুনে বারবার ‘বড় মাথা’র জড়িত থাকার অভিযোগ উঠছে। এরপরই তৃণমূলের শহর সভাপতিকে ৬ বছরের জন্য বহিষ্কার করল দল। এ যেন সিনেমার চিত্রনাট্য। ঠিক যেমনটা দেখা গিয়েছিল হিন্দি সিনেমা ‘গুন্ডে’-র চিত্রনাট্যে। একসঙ্গে বেড়ে ওঠা দুই বন্ধুর। তারপর ক্ষমতার লোভে শত্রুতা। কিন্তু মালদহের কাউন্সিলর খুনের ঘটনায় সিনেমার চিত্রনাট্যও হার মানবে।
advertisement
advertisement
আরও পড়ুন: স্ত্রী বাপের বাড়িতে ছিলেন, তখন পরিচারিকাকে ধর্ষণ! যেতে হয় জেলে, সাইনি আহুজা এখন কোথায়?
কাউন্সিলর খুনের ঘটনার পর চোখের জলে ভেসে ছিলেন তাঁর ছোটবেলার বন্ধু সহকর্মী। খুনের ঘটনার সাত দিনের মাথায় খুন হওয়া কাউন্সিলর দুলাল সরকারের ছোট বেলার বন্ধু নরেন্দ্রনাথ তেওয়ারিকে পুলিশ গ্রেফতার করেছে।
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2025 2:27 PM IST