সুপারি কিলার! মালদহে তৃণমূল নেতা খুনে অন্য রাজ্যের যোগ? গ্রেফতার আরও ১, হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের

Last Updated:

Malda TMC Leader Murder Case: দুলাল সরকার খুনে ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহার যোগ। মালদহের হরিশ্চন্দ্রপুরের পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে গ্রেফতার আরও এক দুষ্কৃতি।

 সুপারি কিলার! মালদহে তৃণমূল নেতা খুনে অন্য রাজ্যের যোগ? গ্রেফতার আরও ১
সুপারি কিলার! মালদহে তৃণমূল নেতা খুনে অন্য রাজ্যের যোগ? গ্রেফতার আরও ১
মালদহ: মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় ধৃতদের তোলা হল মালদহ জেলা আদালতে। তৃণমূল নেতা দুলাল সরকার এখনও পর্যন্ত গ্রেফতার তিন, জানাল পুলিশ। গতকাল বিকেলে দুইজনকে গ্রেফতার করা হয়। এরপর গভীর রাতে বিহারের কাটিহারের বাসিন্দা আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মোহাম্মদ সামি আক্তার (২০), বিহারের কাটিহার জেলার আজমনগর থানা কানহাড়িয়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন- গটগট করে DM অফিসে ঢুকে গেলেন যুবক! হাতের ‘হলুদ ব্যাগে’ কী…? খুলতেই হতভম্ব কন্সটেবল 
ধৃত আব্দুল গনি, (২০) বিহারের কাটিহার জেলার সালমারি থানার নাজিরপুর সালমারি এলাকার বাসিন্দা। ধৃত তৃতীয় জন টিংকু ঘোষ (২২) ইংরেজবাজারের গাবগাছি যদুপুরের বাসিন্দা। তিনজনকেই হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের।
advertisement
advertisement
দুলাল সরকার খুনে ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহার যোগ। মালদহের হরিশ্চন্দ্রপুরের পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে গ্রেফতার আরও এক দুষ্কৃতি। জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার।
মালদায় দাপুটে তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় শুক্রবার বিহার থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। হরিশ্চন্দ্রপুর পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে মালদা জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের যৌথ অভিযানে এই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তৃণমূল নেতা খুনে বিহার যোগ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। তাঁর কথায়, “কেন বিহার থেকে এসে বাবলাকে খুন করল, তা জানা জরুরি! পুলিশ তদন্ত করছে।”
advertisement
২ তারিখ শুটআউটে গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি দুলাল সরকার। সূত্রের খবর, ঝলঝলি আর মাতাল মরে এলাকায় একটি বাইকে করে তিনজন গুলি চালায়। পরপর গুলি চালানো হয় তৃণমূল নেতাকে লক্ষ্য করে। তিনটি গুলির মধ্যে একটি গুলি লাগে দুলাল সরকারের মাথায়। সংকটজনক পরিস্থিতিতে তাঁকে আনা হয় মালদহ মেডিক‍্যাল কলেজ হাসপাতালে। তবে, কারা কেন এই কাজ করছে তার তদন্ত শুরু করছে পুলিশ।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সুপারি কিলার! মালদহে তৃণমূল নেতা খুনে অন্য রাজ্যের যোগ? গ্রেফতার আরও ১, হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement