Malda TMC councilor murder update: রাতভর জিজ্ঞাসাবাদ, মালদহে কাউন্সিলর খুনে গ্রেফতার তৃণমূলেরই টাউন সভাপতি! ধৃত বেড়ে ৭
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
মালদহ: তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার করা হল স্বপন শর্মা নামে আরও এক জনকে। স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল। নরেন্দ্রনাথ তেওয়ারি এখনও ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি। স্বপন শর্মার বাড়ি মালদহ শহরের পিরোজপুর এলাকায়। গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে৷
তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ইংরেজবাজারের টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর দুই ভাইকে গতকালই তলব করে পুলিশ৷ এর পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও গতকাল ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো হয়৷ মালদহের পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করেন৷
advertisement
advertisement
তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে এই নিয়ে সাত জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের মধ্যে দুজন বিহারের। তিনজন ইংরেজবাজারের। আরও দুই অভিযুক্ত এখনও পলাতক।
advertisement
যদিও গতকাল পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির ভাই বীরেন্দ্রনাথ বলেন, ‘আমরা একই এলাকার বাসিন্দা। তবে, এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নই। আমাদেরকে ফাঁসানোর চেষ্টা হতে পারে। আমরা পুলিশকে সবরকম ভাবে সহযোগিতা করছি।’
উল্লেখ্য, ২০২২ সালে পুরসভা ভোটে নরেন্দ্রনাথ তিওয়ারির শিবির এবং দুলাল সরকারের শিবিরের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছিল। দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে নরেন্দ্রনাথ গোষ্ঠীর উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছিল। পাশাপাশি, পুরসভা নির্বাচনে ইংরেজবাজারের ২১ নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রীর পরাজয় ও বিজেপির জয়ে দুলাল সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পুলিশের অনুমান, এই সূত্রেই দুলাল সরকার খুনের ঘটনায় জড়িত থাকতেও পারে তারা। তাই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2025 11:05 AM IST