Malda News: জেলায় শিক্ষারত্ন পেলেন মালদহের রামকৃষ্ণ মিশনের এই শিক্ষক! খুশি শিক্ষক মহল
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Harashit Singha
Last Updated:
মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক অনুকূল বিশ্বাস।জেলায় একমাত্র তিনিই পেলেন রাজ্যসরকারের সর্বোচ্চ এই পুরস্কার! এমন সন্মান পেয়ে তিনি খুশি। এমনকি এই সন্মান দায়িত্ববোধ আরও বাড়িয়ে তুলল বলে মনে করছেন তিনি।
মালদহ: শিক্ষকতার সর্বোচ্চ সন্মান শিক্ষারত্ন। এ বার সেই সন্মান পাচ্ছেন মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক অনুকূল বিশ্বাস। এমন সন্মান পেয়ে তিনি খুশি। এমনকি এই সন্মান দায়িত্ববোধ আরও বাড়িয়ে তুলল বলে মনে করছেন তিনি।
রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর শিক্ষকদের এই সম্মানে সম্মানিত করা হয়ে থাকে। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হয় শিক্ষকদের। শিক্ষকদের পড়ানোর কৌশল, গবেষণামূলক কাজ, সমাজসেবা, শিক্ষকতার প্রতি নিষ্ঠা ছাড়াও বিভিন্ন বিষয়গুলির ওপর বিবেচনা করে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মান শিক্ষকদের দেওয়া হয়ে থাকে। কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি, ভাল কাজের সম্মান দিতেই রাজ্য শিক্ষা দফতরের এমন উদ্যোগ। শিক্ষক অনুকূল বিশ্বাস বলেন, “এই সম্মান শিক্ষকতার সর্বোচ্চ সম্মান। আমি এই সম্মান পেয়ে খুব খুশি। আগামীতে ছাত্রছাত্রীদের প্রতি আমার দায়বদ্ধতা বৃদ্ধি করবে। কাজের প্রতি অনুপ্রেরণা জোগাবে এই সম্মান।”
advertisement
advertisement
প্রতি বছরের মতো এই বছরেও রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে শিক্ষারত্ন সম্মান প্রদান করা হচ্ছে। এই বছর মালদহের একমাত্র শিক্ষক অনুকূল বিশ্বাস এই সম্মান পাচ্ছেন। তিনি প্রায় ২২ বছর ধরে শিক্ষকতা করছেন। তিনি অঙ্কের শিক্ষক। প্রথমে মালদহ জেলার কালিয়াচকের সুজাপুরের নয়মৌজা হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। তারপর যোগদান করেন মালদহ শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে। বর্তমানে শহরের এই স্কুলেই শিক্ষকতা করছেন তিনি।
advertisement
তাঁর শিক্ষকতার ধরন, ছাত্রদের প্রতি দায়িত্ববোধ এই সমস্ত কিছু বিষয়ের ওপর বিবেচনা করেই এই সম্মানে ভূষিত হচ্ছেন। শিক্ষার সর্বোচ্চ সম্মান এই শিক্ষারত্ন পেয়ে খুশি শিক্ষক অনুকূল বিশ্বাস পাশাপাশি এই সম্মান আরও দায়িত্ববোধ বাড়িয়ে তুলল বলে মনে করছেন তিনি। আগামীতে এই সম্মান কাজের প্রতি অনুপ্রেরণা যোগাবে।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 30, 2024 5:31 PM IST
