শিল্পপতি অতীত...! এবার ছাপোষা মহিলারাই গড়লেন আস্ত কারখানা, পাড়ায় বসেই করছেন হাজার হাজার টাকা রোজগার

Last Updated:

মহিলারা নিজেরাই কারখানা গড়ে নজর কাড়লেন মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

+
নিজেদের

নিজেদের কারখানায় স্যানিটারি ন্যাপকিন তৈরি করছেন মহিলারা

মালদহ: কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ না পাওয়ায় আজও গ্রাম বাংলার অনেক মহিলারা বাড়ির রান্নাঘরের কাজে সীমিত হয়ে পড়েন। আবার অনেক সময় পরিবারের অমতের কারণে কাজ করতে দেওয়া হয় না মহিলাদের। তবে এবারে অন্য চিত্র দেখা মিলল মালদহের এই গ্রামে। কর্মক্ষেত্রে আর্থিকভাবে স্বাবলম্বী হতে নিজেরাই আস্ত একটি কারখানা গড়ে তুললেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
স্যানিটারি ন্যাপকিন তৈরি করে বিক্রি করছেন জেলা স্বাস্থ্য ভবন ও সরকারি হাসপাতালে। মাসে প্রায় লক্ষাধিক ম্যাটারনিটি প্যাড তৈরি করে আয় করছেন লক্ষাধিক টাকা। নিজেরাই কলকাতা থেকে স্যানিটারি ন্যাপকিন তৈরির ম্যাটেরিয়ালস এনে কারখানায় তৈরি করছেন প্যাড। প্রতিদিন প্রায় স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ১৪ জন মহিলারা কারখানায় স্যানিটারি ন্যাপকিন তৈরি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ধরছেন পরিবারের হাল।
advertisement
advertisement
এই কারখানায় তুলো ভাঙা মেশিন সহ একাধিক যান্ত্রিক সরঞ্জাম পরিচালনা করেন মহিলারাই। বর্তমানে কারখানার একটি ইউনিটে ১৪ জন মহিলা মিলে প্রতিদিন প্রায় ২৮০০ টি ম্যাটারনিটি প্যাড তৈরি করেন। মাসে প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আয় করেন একজন মহিলা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের চন্ডিপুর গ্রামে রয়েছে এই মহিলা পরিচালিত স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা। জেলা গ্রাম উন্নয়ন দফতর ও স্বাস্থ্য দফতরের সহযোগিতায় নিয়মিত প্রশিক্ষণ নেওয়ার পর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজ উদ্যোগে তৈরি করেছেন স্যানিটারি ন্যাপকিন তৈরির কারখানা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এমন উদ্যোগ আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাচ্ছে গ্রাম বাংলার মহিলাদের।
advertisement
জিএম মোমিন
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিল্পপতি অতীত...! এবার ছাপোষা মহিলারাই গড়লেন আস্ত কারখানা, পাড়ায় বসেই করছেন হাজার হাজার টাকা রোজগার
Next Article
advertisement
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, বৃহস্পতিবার ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু, ১৬৬জনকে নিয়োগপত্র দেবে পর্ষদ
  • চাকরিহারা ১৬৬ শিক্ষককে বৃহস্পতিবার পুনর্নিয়োগপত্র দেবে পর্ষদ

  • ২০১৬ সালের নিয়োগের আগে চাকরি পাওয়া শিক্ষকরা পুরনো চাকরিতে ফিরবেন

  • চার হাজারেরও বেশি চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন

VIEW MORE
advertisement
advertisement