School Students Crisis: ৮০০ হয়ে গেল ২০০...! অবাক করা কান্ড শহরের এই স্কুলে, আসল কারণ জানলে হাজার বার ভাবাবে আপনাকেও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
School Students Crisis: বিদ্যালয়ে রয়েছে পাকা তিনতলা ভবন, আছে ক্লাসরুম সহ যাবতীয় পরিকাঠামো, রয়েছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক-শিক্ষিকাও। তবে নেয় শুধু ছাত্র-ছাত্রী৷ কেন এমন অবস্থা জানলে অবাক হবেন সকলে।
মালদহ: আজও পরিকাঠামো এবং শিক্ষকদের অভাবের কারণে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পঠনপাঠন দেখা দেয় বহু বিদ্যালয়ে। যার ফলে স্কুলছুট হতে দেখা দেয় পড়ুয়াদের। তবে এবার পরিকাঠামো অথবা শিক্ষকের অভাবে নয়, পড়ুয়াদের অভাবে ভুগছে মালদহের ঝাঁ চকচকে এই উচ্চবিদ্যালয়।
মালদহ শহরের মালঞ্চপল্লি মিনু ঝাঁ বয়েজ হাইস্কুল। এই বিদ্যালয়ে রয়েছে পাকা তিনতলা ভবন, আছে ক্লাসরুম সহ যাবতীয় পরিকাঠামো, রয়েছে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক-শিক্ষিকাও। তবে নেয় শুধু ছাত্র-ছাত্রী৷ কেন এমন অবস্থা জানলে অবাক হবেন সকলে। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যে এলাকায় বিদ্যালয়টি রয়েছে সেই এলাকার অধিকাংশ বাসিন্দারাই নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর। নিম্নবিত্ত এবং দারিদ্রতার কারণে অনেকেই ছেলেমেয়েদের পরিবারের হাত ধরতে বিভিন্ন জায়গায় কাজ করতে পাঠান। যার কারণে স্কুলছুট হতে হয় পড়ুয়াদের।
advertisement
advertisement
এক সময় প্রায় ৮০০ জন পড়ুয়া ছিলেন এই বিদ্যালয়ে। বিদ্যালয়ে ১৬ টি ক্লাসরুম ভর্তি পড়ুয়াদের উপস্থিতি থাকত। তবে এখন সেই সব অতীত। বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছেন মাত্র ২০০ জন পড়ুয়া। মোট ছয়টি ক্লাসরুমে চলে পড়াশোনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বলকুমার দাস জানান, “২০১৯ সালে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করি৷ আজ যেমন ছাত্রের সংকট, একসময় তা ছিল না৷ সেই সময় ৮০০ জন পড়ুয়া ছিল এই বিদ্যালয়ে৷ এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এলাকার আর্থ সামাজিক পরিকাঠামো এবং এলাকার মানুষের সচেতনতার অভাব৷ যার কারণে শিশুশ্রমমুখী হচ্ছেন স্কুল পড়ুয়ারা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই মলয় মন্ডল জানান, “প্রাথমিকভাবে আমাদের কাছে এ বিষয়টি জানা হয়েছে। আমরা এই বিষয়টি খতিয়ে দেখব। আমরা চেষ্টা করব দ্রুত এই সমস্যার সমাধান করার।” অনেক সময় দেখা যায় প্রত্যন্ত গ্রামে বিদ্যালয়ের পরিকাঠামোর অভাবের কারণে স্কুলছুট হন পড়ুয়ারা। তবে কোনও গ্রাম নয়, এবার শহরের উচ্চ বিদ্যালয়ের এমন চিত্র ভাবাচ্ছে অনেককে।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 3:36 PM IST