Malda News: বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ স্কুল ছাত্রী! ৫ দিন ধরে খোঁজ নেই, চরম দুশ্চিন্তায় মালদহের পরিবার

Last Updated:

Malda News: নিখোঁজ কিশোরীর পরিবারে মা, এক দাদা ও এক দিদি রয়েছে। বাবা দীর্ঘদিন আগে মারা গিয়েছেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৫ দিন আগে নিখোঁজ হন এই স্কুল ছাত্রী। পুলিশের কাছে নিখোঁজ মেয়েকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়েছে পরিবার।

নিখোঁজ কিশোরী
নিখোঁজ কিশোরী
মালদহ, জিএম মোমিনঃ সামান্য পারিবারিক মতবিবাদের জেরে বাড়ি থেকে বের করায় রহস্যজনকভাবে নিখোঁজ অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের পুরাতন মালদহ পৌরসভা এলাকায়। জানা গিয়েছে, নিখোঁজ স্কুল ছাত্রীর নাম পূরবী সরকার, বয়স ১৪ বছর। বাড়ি পুরাতন মালদহ পৌরসভার ১৭ নং ওয়ার্ডের রশিলাদহ কলোনী এলাকায়।
নিখোঁজ কিশোরীর পরিবারে মা নমিতা সরকার, এক দাদা ও এক দিদি রয়েছে। বাবা বিশু সরকার দীর্ঘদিন আগে মারা গিয়েছেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৫ দিন আগে নিখোঁজ হন এই স্কুল ছাত্রী। পরিবারের সদস্যদের কথায়, গত ১৭ তারিখ কার্তিক পুজোর ঘট ভরতে যাওয়া নিয়ে দিদি এবং বোনের মধ্যে সামান্য ঝামেলা হয়। যার জেরে পূরবীর দাদা পূরবীকে ঘট ভরতে বাইরে যেতে নিষেধ করে। কিন্তু সেই নিষেধ অমান্য করে পূরবী ঘট ভরতে চলে যায়। তাই দাদার নির্দেশে পূরবীকে কিছুক্ষণ বাড়ি ঢুকতে না দিয়ে বাড়ির বাইরে গেটের কাছে দাঁড় করিয়ে রাখা হয়। কিন্তু কিছুক্ষণ পর পূরবী সেখান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ ১০ চিকিৎসক, বিরাট চাকরির সুযোগ মালদহ মেডিক্যাল কলেজে 
পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুজির পরেও কোনও লাভ হয়নি। ওই কিশোরীর কোনও খোঁজ না মেলায় পরের দিন পরিবারের সদস্যেরা মালদহ থানায় নিখোঁজ ডায়েরি করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর ৫ দিন কেটে গেলেও নিখোঁজ ওই স্কুল ছাত্রীর কোনও খোঁজ মেলেনি। স্বভাবতই বর্তমানে চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যেরা। তাঁরা পুলিশের কাছে নিখোঁজ মেয়েকে দ্রুত খুঁজে বের করার আবেদন জানিয়েছেন। দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বাড়ির সামনে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ স্কুল ছাত্রী! ৫ দিন ধরে খোঁজ নেই, চরম দুশ্চিন্তায় মালদহের পরিবার
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement