Malda News: দেখা হল না পৃথিবীর আলো, হাসপাতালে আসার পথেই প্রাণ গেল গর্ভস্থ শিশুর
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Malda News: ঘটনায় একজনের মৃত্যু হয় এবং আহত হয়েছে আরও ৬ জন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গর্ভবতী মহিলার পেটে থাকা সন্তানেরও। ঘটনাটি ঘটেছে মালদহে।
মালদহ, জিএম মোমিন: অন্তঃসত্ত্বাকে নিয়ে হাসপাতালে আসার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুল্যান্স। প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা তরুণীর সঙ্গিনী। পাশাপাশি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের পুখুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, ভিটা পলাশবোনা এলাকার বাসিন্দা, ওই গর্ভবতী মহিলা বিউটি খাতুনকে কুমারগঞ্জ হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যও।
আরও পড়ুন : থেমে গিয়েছে অত্যাচারীর চাবুক, ২০০ বছরেরও বেশি সময় ধরে মালদহ মেডিক্যাল কলেজ চত্বরে ঘুমিয়ে আছেন ৪ নীলকর সাহেব
আসার পথে কুতুবগঞ্জ এলাকায় একটি বেপরোয়া ট্রাক্টর ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সকে। ঘটনায় আহত হন ৭ জন। তাঁদের সকলকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাবিয়া বিবি নামে এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি বিউটির সঙ্গে ছিলেন অ্যাম্বুল্যান্সে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় বিউটির গর্ভস্থ সন্তানেরও। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে শহরের এক নার্সিংহোমে। দুর্ঘটনায় দু’জন আহতকে রেফার করা হয়েছে কলকাতায়। বাকিদের চিকিৎসা চলছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2025 6:07 PM IST

