Viral Video: ‘জব সে তুঝে দেখা দিল কো মেরা আরাম নেহি’- খালি গলায় কুমার শানু গান ভুটভুটি চালকের, ভাইরাল ভিডিও

Last Updated:

Malda News: ভুটভুটি চালকের গানে মুগ্ধ নেট পাড়া, ভাইরাল কুমার শানুর কন্ঠের গান

+
আপন

আপন মনে গান গেয়েছেন, এখন গান গাওয়ার অনুরোধ মিলছে

মালদহ: খালি গলায় একের পর এক কুমার শানুর কন্ঠে গান গাইছেন যুবক। মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে হেডফোনেই কুমার শানুর কন্ঠে গান মুগ্ধ নেটপাড়া। ভাইরাল হচ্ছে সেই ভিডিও। কিন্তু তিনি পেশায় ভুটভুটি চালক।কোনদিন গানের তালিম নেননি।
তবে চোখ বন্ধ করে শুনলে বুঝতে পারবেন না গান কে গাইছে।হুবহু কুমার শানু ও কিশোর কুমার সহ একাধিক সিঙ্গারেরগলায় গান গেয়ে এখন ভাইরাল মালদহের ভুটভুটি চালক।আর্থিক কষ্টকে নিত্য সঙ্গী করে গানের চর্চা করে যাচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর গ্রামের বাসিন্দা ভুটভুটি চালক আসিম আলি।তবে তাকে সালমান আলি বলেই এলাকার মানুষ বেশি চেনেন। অসীম আলী বলেন, আমি কোনদিন গান গাওয়া শিখিনি। ছোটবেলা বাবাকে দেখতাম হারমোনিয়াম এর সঙ্গে গান গাইতেন। তখন থেকেই নিজে নিজে গুন গুন করে গান গাওয়া শিখতাম। তারপর আমার গলার গান শুনে আশেপাশের অনেকেই মুগ্ধ হয়। তখন থেকে গায়ক হওয়ার ইচ্ছে।
advertisement
advertisement
ভুটভুটি চালিয়ে কোনরকমে সংসার চালান আসিমবাবু। সংসারে অভাব অনটন থাকলেও,মনের প্রবল জেদ নিয়ে চলে তার গানের চর্চা। সে অর্থে প্রথাগত কোনও তালিম না পেলেও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে গান গেয়ে মানুষের মন জয় করে চলেছেন। অসীম আলি বলেন, এখন বিভিন্ন জায়গায় আমি গান করি। কুমার শানু , কিশোর কুমার সহ একাধিক গায়কের গান গাইতে পারি। আমার ভাল লাগে তাই গান করি।
advertisement
জানা গিয়েছে, অসীমবাবুর পরিবারে রয়েছে ২ ছেলে ও ১ মেয়ে এবং স্ত্রী সহ মোট পাঁচজন। টালির ছাউনি দেওয়া ভাঙাচোরা বাড়িতে থেকে কোনরকম ভাবে গানকে টিকিয়ে রেখেছেন।গানের প্রতিভা থাকায় তিনি এগিয়ে চলেছেন আপন মনে। তবে সোশ্যাল মাধ্যমের দৌলতে এখন তিনি অনেকটাই পরিচিত এলাকায়। শুধুমাত্র তাঁর গানের জন্য।
Harshit Singha
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Video: ‘জব সে তুঝে দেখা দিল কো মেরা আরাম নেহি’- খালি গলায় কুমার শানু গান ভুটভুটি চালকের, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement