Viral Video: ‘জব সে তুঝে দেখা দিল কো মেরা আরাম নেহি’- খালি গলায় কুমার শানু গান ভুটভুটি চালকের, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Malda News: ভুটভুটি চালকের গানে মুগ্ধ নেট পাড়া, ভাইরাল কুমার শানুর কন্ঠের গান
মালদহ: খালি গলায় একের পর এক কুমার শানুর কন্ঠে গান গাইছেন যুবক। মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে হেডফোনেই কুমার শানুর কন্ঠে গান মুগ্ধ নেটপাড়া। ভাইরাল হচ্ছে সেই ভিডিও। কিন্তু তিনি পেশায় ভুটভুটি চালক।কোনদিন গানের তালিম নেননি।
তবে চোখ বন্ধ করে শুনলে বুঝতে পারবেন না গান কে গাইছে।হুবহু কুমার শানু ও কিশোর কুমার সহ একাধিক সিঙ্গারেরগলায় গান গেয়ে এখন ভাইরাল মালদহের ভুটভুটি চালক।আর্থিক কষ্টকে নিত্য সঙ্গী করে গানের চর্চা করে যাচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর গ্রামের বাসিন্দা ভুটভুটি চালক আসিম আলি।তবে তাকে সালমান আলি বলেই এলাকার মানুষ বেশি চেনেন। অসীম আলী বলেন, আমি কোনদিন গান গাওয়া শিখিনি। ছোটবেলা বাবাকে দেখতাম হারমোনিয়াম এর সঙ্গে গান গাইতেন। তখন থেকেই নিজে নিজে গুন গুন করে গান গাওয়া শিখতাম। তারপর আমার গলার গান শুনে আশেপাশের অনেকেই মুগ্ধ হয়। তখন থেকে গায়ক হওয়ার ইচ্ছে।
advertisement
আরও পড়ুন – Viral Video: কেকেআর ফ্যানরা লাফাচ্ছেন, ওয়েস্টইন্ডিজের হয়ে মারকাটারি পারফরম্যান্স রাসেলের, দেখুন ভিডিও
advertisement
ভুটভুটি চালিয়ে কোনরকমে সংসার চালান আসিমবাবু। সংসারে অভাব অনটন থাকলেও,মনের প্রবল জেদ নিয়ে চলে তার গানের চর্চা। সে অর্থে প্রথাগত কোনও তালিম না পেলেও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে গান গেয়ে মানুষের মন জয় করে চলেছেন। অসীম আলি বলেন, এখন বিভিন্ন জায়গায় আমি গান করি। কুমার শানু , কিশোর কুমার সহ একাধিক গায়কের গান গাইতে পারি। আমার ভাল লাগে তাই গান করি।
advertisement
জানা গিয়েছে, অসীমবাবুর পরিবারে রয়েছে ২ ছেলে ও ১ মেয়ে এবং স্ত্রী সহ মোট পাঁচজন। টালির ছাউনি দেওয়া ভাঙাচোরা বাড়িতে থেকে কোনরকম ভাবে গানকে টিকিয়ে রেখেছেন।গানের প্রতিভা থাকায় তিনি এগিয়ে চলেছেন আপন মনে। তবে সোশ্যাল মাধ্যমের দৌলতে এখন তিনি অনেকটাই পরিচিত এলাকায়। শুধুমাত্র তাঁর গানের জন্য।
Harshit Singha
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 4:52 PM IST