Malda News: মালদহে এখনও খেল দেখাচ্ছে মশা! শীতেও হু হু করে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

Last Updated:

শীত পড়লেও মালদহে ডেঙ্গির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সপ্তাহে ২০০ জনের বেশি আক্রান্ত হচ্ছে।

+
মশা

মশা নিধনে কীটনাশক ছড়ানো হচ্ছে

মালদহ: ডেঙ্গি নিয়ে এখনও আতঙ্ক রয়েছে মালদহে। সাধারণ শীত পড়লে ডেঙ্গির প্রকোপ কমতে থাকে। কিন্তু এই বছর শীতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে মালদহে। এখনও সপ্তাহে দুই শতাধিক রোগী ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে। এমনকি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে নয় জন রোগী। শীতে ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পেলেও মালদহে এখনও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা না কমায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরের কর্তারা। নিয়মিত এখনও জেলা জুড়ে চলছে ডেঙ্গি সচেতনতার বিভিন্ন শিবির। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, বর্তমানে মেডিকেল কলেজে নয় জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। চিকিৎসা চলছে।
মালদহ জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই বছর এখন পর্যন্ত মালদহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে প্রায় ২৫০০ জন। বর্তমানে প্রতি সপ্তাহে জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে প্রায় ২০০ জনেরও বেশি। জেলার রতুয়া ব্লক এই বছর সবচেয়ে বেশি ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। এছাড়াও কালিয়াচক ইংরেজবাজার পুরাতন মালদহে ডেঙ্গির প্রকোপ রয়েছে বেশি। পাশাপাশি অন্যান্য ব্লকগুলিতেও এই বছর ডেঙ্গিতে আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে যথেষ্ট। গত সপ্তাহে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ২৫০ জন। এই সপ্তাহে একটু কমেছে। রতুয়া দুই নম্বর ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেশি। এখনও পর্যন্ত প্রায় ৫০০ জনের উপরে ডেঙ্গি আক্রান্ত হয়েছে এই ব্লকে।
advertisement
advertisement
তবে স্বাস্থ্য দফতরের কর্তারা জানাচ্ছেন, শীতের প্রকোপ বৃদ্ধি পেলেই ধীরে ধীরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কমবে। বর্তমানে ডেঙ্গিতে আক্রান্ত হলেও সুস্থতার হার বেশি রয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী সুদীপ্ত ভাদুরি বলেন, শীত পড়লেও জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত ডেঙ্গি স্বাভাবিক জায়গায় পৌঁছায়নি। সপ্তাহে দুইশো জনের বেশি আক্রান্ত হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামীতে ঠান্ডা বাড়লে আক্রান্তের সংখ্যা কমতে পারে।
advertisement
গত একদিনে পাঁচ জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ডেঙ্গি আক্রান্ত হয়ে। অন্যান্য রোগীরা চিকিৎসার মাধ্যমে বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন। তবে নিয়মিত সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে ডেঙ্গি রোগ নিয়ে। জেলার প্রতিটি প্রান্তে স্বাস্থ্য দফতরের কর্মীরা ঘুরে ঘুরে বিভিন্ন শিবির করছেন ডেঙ্গি সংক্রান্ত বিষয়ে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মালদহে এখনও খেল দেখাচ্ছে মশা! শীতেও হু হু করে বাড়ছে ডেঙ্গির প্রকোপ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement