Malda News: কাঠ পুড়িয়ে তৈরি হয় নতুন জ্বালানি, মালদহের ‘কালো সোনা’ কাঠকয়লা! হোটেল-কারখানায় এখনও ভরসা

Last Updated:

Maldah News: মালদহ জেলার কাঠ কয়লা। হোটেল, কারখানায় জ্বালানির যোগান দিতে তৈরি করা হয় কাঠ কয়লা। বিশেষ পদ্ধতিতে কাঠ পুড়িয়ে তৈরি করা হয় এই জ্বালানি।

+
কাঠ

কাঠ কয়লা তৈরির চিমনি 

মালদহ, জিএম মোমিন: পুড়ে শেষ হওয়ার পরও জ্বালানি তৈরি হয় নতুনভাবে। খাদানের পাথর কয়লা নয়, কাঠ পুড়িয়ে তৈরি হয় কয়লা। আর এই কাঠ কয়লা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হোটেল থেকে কারখানায়। এক সময় ব্যাপক পরিমাণে ভিন রাজ্যে পাড়ি দিত মালদহ জেলার কাঠ কয়লা। তবে বর্তমানে জেলাতেই হোটেল কারখানায় জ্বালানির জোগান দিতে তৈরি হয় কাঠ কয়লা।
ঘরের মত চিমনি বানিয়ে তার ভেতর বিভিন্ন গাছের অপ্রয়োজনীয় ডাল পালার কাঠ দিয়ে অভিনব বিশেষ পদ্ধতিতে কাঠ পুড়িয়ে তৈরি করা হয় কয়লা। এরপর রৌদ্রে কিছুদিন শুকানোর পর বিক্রি করা হয় অর্ডার মত। এমনই ভাবে প্রায় ৩০ বছর ধরে মালদহের মানিকচকের এনায়েতপুর এলাকায় কাঠ কয়লা তৈরি করে বিক্রি করছেন মারফত আলী। মূলত আম গাছ, গামার, জিগা ইত্যাদি গাছের ডালপালা দিয়ে তৈরি হয়ে কাঠ কয়লা।
advertisement
advertisement
কাঠ কয়লা বিক্রেতা মারফত আলী জানান, “প্রায় সাতটি কাঠ পোড়ানোর চিমনি ঘর করা হয়েছে। প্রতি সপ্তাহে এক দিন পর পর একটি চিমনি থেকে কয়লা বের করা হয়। আজও হোটেল, বিড়ি কারখানায় কাঠ কয়লার ব্যবহার রয়েছে। বাজারে ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হয় কাঠ কয়লা। বিগত দিনে ব্যাপক চাহিদা ছিল। ভিন রাজ্যেও পাড়ি দিত জেলার কয়লা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কয়লা প্রস্তুতকারক এক কারিগর শাব্দুল মোমিন জানান, “সারা বছরই কয়লা তৈরি করা হয় এখানে। প্রতিদিনই একটা চিমনি থেকে কুইন্টাল কুইন্টাল কয়লা বের করা হয়।” বিশেষ পদ্ধতিতে কাঠ পুড়িয়ে তৈরি কাঠকয়লা বিক্রি করে হচ্ছে আয়। জ্বালানির অন্যতম জোগান দিচ্ছে এই কাঠ কয়লা। শুধু জেলা নয়, ভিন রাজ্যেও পাড়ি দিচ্ছে জেলার তৈরি কাঠ কয়লা। মালদহের মানিকচক এলাকায় বিশেষ পদ্ধতিতে এই কাঠ কয়লা তৈরি করে বিক্রি করে লাভবান হচ্ছেন অনেকে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: কাঠ পুড়িয়ে তৈরি হয় নতুন জ্বালানি, মালদহের ‘কালো সোনা’ কাঠকয়লা! হোটেল-কারখানায় এখনও ভরসা
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement