Malda News: মালদহে মাদক পাচার কাণ্ডে গ্রেফতার দুই মহিলা, উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার

Last Updated:

Malda News: জানা গিয়েছে ধৃত দুই মহিলার নাম, জিনা খাতুন (২৭) ও তাসলিমা বিবি (২৬)।

মালদহের কালিয়াচকে ব্রাউন সুগার পাচারের আগে গ্রেফতার দুই মহিলা
মালদহের কালিয়াচকে ব্রাউন সুগার পাচারের আগে গ্রেফতার দুই মহিলা
মালদহ, জিএম মোমিন: ব্রাউন সুগার পাচারের আগে মাদক ক্যারিয়ারে যুক্ত দুই মহিলাকে গ্রেফতার করলো মালদহের কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রের খবরে কালিয়াচকের সুজাপুর এলাকায় অভিযান চালিয়ে পাচারের আগে মাদক ক্যারিয়ারে যুক্ত দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃত দুই মহিলার নাম, জিনা খাতুন (২৭) ও তাসলিমা বিবি (২৬)।
বাড়ি কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরে বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার সুজাপুরের হাতিমারি এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে দুই মহিলা কে আটক করে পুলিশ। এরপর তল্লাশিতে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি কালো ক্যারি ব্যাগে প্রায় ৯৮৫ গ্রাম ব্রাউন সুগার।
advertisement
advertisement
পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে, এই মাদকগুলি তারা কালিয়াচকের দুই বাসিন্দা আজিজুল হাকিম এবং আসলাম শেখের কাছ থেকে নিয়ে ক্যারিয়ার হিসেবে বিহারের পূর্ণিয়া পৌছে দিত। যদিও এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় ধৃত দুই মাদক ক্যারিয়ার মহিলা কে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে মালদহ জেলা আদালতে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: মালদহে মাদক পাচার কাণ্ডে গ্রেফতার দুই মহিলা, উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement