Malda News: মালদহের বুকে এক টুকরো কলেজ স্ট্রিট! বইপ্রেমীদের স্বর্গরাজ্য়ে জলের দরে মিলছে নতুন-পুরনো বই, জানুন কোথায়
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Malda News: স্কুল, কলেজ থেকে ইউনিভার্সিটি সমস্ত স্তরের পড়ুয়াদের বই মিলবে এই জায়গায়। একেবারে কলকাতার আদলে এ যেন এক টুকরো কলেজ স্ট্রিট। পুরনো বই কেনা থেকে বেচা সমস্ত কিছুই হবে এই জায়গায়। ৫০ থেকে ৬০ শতাংশ ছাড়ে মিলছে পুরনো থেকে নতুন বই।
মালদহ, জিএম মোমিন: পুরনো থেকে নতুন পড়াশোনার সমস্ত রকম বই মিলবে এখানে এলে। এ যেন এক টুকরো কলেজ স্ট্রিট মালদহে। স্কুল, কলেজ থেকে ইউনিভার্সিটি সমস্ত স্তরের পড়ুয়াদের বই মিলবে এই জায়গায়। একেবারে কলকাতার আদলে এ যেন এক টুকরো কলেজ স্ট্রিট। পুরনো বই কেনা থেকে বেচা সমস্ত কিছুই হবে এই জায়গায়। ৫০ থেকে ৬০ শতাংশ ছাড়ে মিলছে পুরনো থেকে নতুন বই।
মালদহ জেলা প্রশাসনিক ভবন চত্বর এলাকায় রয়েছে বই প্রেমীদের এই স্বর্গরাজ্য। এক বই বিক্রেতা নাইম সেখ জানান, “স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্তরকম শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির বই পাওয়া যায় এখানে। পুরনো বই অর্ধেক দামে এবং নতুন বই শতাংশের নিরিখে ছাড়ে বিক্রি করা হয়। সারা বছর বইপ্রেমীদের চাহিদা থাকলেও বছরের প্রথম দিকে ব্যাপক চাহিদা দেখা দেয় বইপ্রেমীদের। বর্তমানে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির মরশুমের কারণে বই কেনার ভিড় বাড়ছে।”
advertisement
advertisement
বই কিনতে আসা মালদহের এক স্কুল ছাত্র সৌমিক বস জানান, “পুরনো ও নতুন সমস্ত রকম বই অর্ধেক দামে পাওয়া যায় এখানে। এক থেকে দুই বছর পুরনো বইগুলো স্কুলে পড়াশোনার কাজে আসছে। এর ফলে অনেকটাই সুবিধা হচ্ছে ছাত্র-ছাত্রীদের।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সকাল হতেই মালদহ জেলা প্রশাসনিক ভবন চত্বরে রাস্তার উপর বইয়ের পসরা সাজিয়ে হাজির হন বই বিক্রেতারা। কলকাতার কলেজ স্ট্রিটের মতোই সারা বছর প্রায় ২০ টি দোকানের বাজার বসে এই এলাকায়। বাংলা ও অন্যান্য ভাষার বই-সহ হাজারও রকম বইয়ের সংগ্রহ রয়েছে এখানে। স্বল্প দামে পুরনো বইয়ের এই বাজার চাহিদা মেটাচ্ছে বইপ্রেমী থেকে পড়ুয়াদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Jan 07, 2026 8:35 PM IST





