শুধু মানুষ নয়, এবার পাখিরাও থাকবে দোতলা বাড়িতে! 'বার্ড হাউস' বানিয়ে হাজার হাজার টাকা রোজগার

Last Updated:

দ্বিতল বাড়ির মতো দেখতে ‌পাখির খোপের ব্যাপক চাহিদা। এই পাখির খোপে ১০টি ঘর রয়েছে। ১০ জোড়া পাখি আরামদায়ক ভাবে থাকতে পারবে এই খোপে।

+
পাখির

পাখির খোপ তৈরি করছেন হস্তশিল্পী

মালদহ, জিএম মোমিন: বাড়ির ছাদের উপর কখনও ঘুঘুর বাসা তো কখনও পরিযায়ী পাখির। নোংরা আবর্জনা ও পাখিদের মলমূত্র ত্যাগের ফলে অপরিচ্ছন্ন থাকে‌ বাড়ি। যার ফলে অপ্রয়োজনে পাখিদের তাড়িয়ে দেন অনেকে। স্থায়ী ঠিকানা না থাকায় যখন-তখন, যেখানে-সেখানে বাসা বাধে পাখিরা। অনেক সময় আবার পোষা পাখিদের খাঁচা বন্দি অবস্থায় দেখা দেয়। যার ফলে স্বাধীনতা ক্ষুন্ন হয় পাখিদের। তাই এবারে পোষা পাখি হোক বা পরিযায়ী পাখি, বাড়ির ছাদে এই বাঁশের তৈরি দ্বিতল ভবনের মত দেখতে পাখির খোপ রাখলেই পাখিদের জীবনযাপন হবে আরামদায়ক। আর এমনই দোতল বাড়ির মত দেখতে বাঁশের তৈরি পাখির খোপ বিক্রি করছেন মালদহের মিল্কি এলাকার বাসিন্দা শেখ ঝাকশু।
আরও পড়ুনঃ ফুটবল খেলতে যাওয়ার পথে মর্মান্তিক কাণ্ড! বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল খেলোয়াড়দের গাড়ি, মুহূর্তে সব শেষ
পাখির খোপ প্রস্তুতকারক শেখ ঝাকশু জানান, “ছোটবেলা থেকেই বাঁশের বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করি। বর্তমানে বিভিন্ন রকম আধুনিক জিনিসের দাপটে বাঁশের তৈরি একাধিক জিনিসপত্রের চাহিদা কমেছে। তবে বর্তমানে চাটাই এবং দ্বিতল বাড়ির মতো দেখতে ‌পাখির খোপ তৈরি করছি। ব্যাপক চাহিদা রয়েছে এর। এই পাখির খোপে ১০টি ঘর রয়েছে। ১০ জোড়া পাখি আরামদায়ক ভাবে থাকতে পারবে এই খোপে। একটি খোপের দাম ৭০০ থেকে ১০০০ টাকা।”
advertisement
আরও পড়ুনঃ ঘুম থেকে উঠে চুলকানি! নলকূপের জল পেটে পড়তেই ছটফট… নিমেষে শেষ পরিবারের ৩ সদস্য
এক পাখিপ্রেমী বিজয় কুমার গুপ্তা জানান, “বাড়ির ছাদের উপর সব সময় অজানা পাখিগুলো এসে বাসা বাধে। পাখি গুলোকে তাড়াতেও মায়া লাগে। তাই পাখিদের জন্য এই দ্বিতল বাড়ির মত দেখতে খোপ কিনতে এসেছি। আশা করছি পাখিরা এই খোপগুলোতে আরামদায়ক ভাবে থাকতে পারবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজও অনেকে খাঁচায় বন্দি করে রাখেন পোষা পাখিদের। তবে অজানা পরিযায়ী পাখিদের ঠিকানা থাকে না কোথাও। তাই পাখিপ্রেমীদের কাছে বাঁশের তৈরি এই পাখির খোপের প্রয়োজনীয়তা আজও গুরুত্বপূর্ণ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শুধু মানুষ নয়, এবার পাখিরাও থাকবে দোতলা বাড়িতে! 'বার্ড হাউস' বানিয়ে হাজার হাজার টাকা রোজগার
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement