হোম /খবর /মালদহ /
ট্যাক্সির 'বুট স্পেস' খুলতেই চক্ষু চড়কগাছ! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে!

Malda News: ট্যাক্সির 'বুট স্পেস' খুলতেই চক্ষু চড়কগাছ...! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে!

Malda Cfimd

Malda Cfimd

Malda News: সন্দেহজনক ট্যাক্সি দেখে আটক করে পুলিশ। বুট স্পেস খুলতেই থরে থরে সাজানো নিষিদ্ধ ফেনসিডিল। তবে গাড়ি থেকে পালিয়ে যায় চালক। নিষিদ্ধ ফেনসিডিল-সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ: সন্দেহজনক ট্যাক্সি দেখে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ট্যাক্সির বুট স্পেস খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সেখানে থরে থরে সাজানো নিষিদ্ধ ফেনসিডিল। তবে গাড়ি থেকে পালিয়ে যায় চালক। নিষিদ্ধ ফেনসিডিল সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ট্যাক্সির ভেতর থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকার ফেনসিডিল।

ঘটনায় ট্যাক্সি মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মালদহের ইংরেজবাজার থানার মহদিপুর লুকোচুরি মসজিদ সংলগ্ন এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মালদহের ইংরেজবাজার থানার লুকোচুরি পুলিশ ফাঁড়ি ও কালিয়াচক থানার পুলিশের যৌথ উদ্যোগে মহদীপুর রাজ্য সরকারের ওপর বিশেষ অভিযান চালানো হয়। বিভিন্ন গাড়ি আটক করে চলছিল তল্লাশি অভিযান। সেই সময় ট্যাক্সিটি নাকা চেকিং পার করার সময় পুলিশ আটকায়। গাড়িটি থামাতেই চালক গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।

আরও পড়ুন: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর ফেনসিডিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার ফেনসিডিল মালদহ শহরের দিক থেকে কালিয়াচকের কদমতলা গ্রামে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার ফেনসিডিলগুলি বাংলাদেশ পাচার করা হচ্ছিল।

আরও পড়ুন: বকখালিতে প্রেমিকাকে নৃশংস খুনের ঘটনা! বিচারে 'দৃষ্টান্তমূলক' সাজার ঘোষণা আদালতের

মালদহের কালিয়াচক থানা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ফেনসিডিল বাংলাদেশ পাচার করে থাকে চোরাকারবারীরা। এর আগেও ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়াচকের বিভিন্ন এলাকায় পুলিশ ও ভারতীয় সীমান্তকে বাহিনীর পক্ষ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এবার সীমান্ত এলাকায় ফেনসিডিল নিয়ে যাওয়ার পথেই পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে ফেনসিডিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ট্যাক্সি থেকে উদ্ধার হয়েছে ১৩০০ বোতল ফেনসিডিল। চোরা বাজারে যেগুলির আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ টাকা। আটক গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

হরষিত সিংহ

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Crime News, Malda News