হোম » ছবি » পাঁচমিশালি » নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস

Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

  • 110

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    এমন অনেক কথা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়, যা জানলে মানুষ হতবাক হয়ে যায়। এমনই একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হচ্ছে খুব। এই পোস্টে জানা যায়, খানিকটা শখের বশেই নিজের ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নেন এক যুবক।

    MORE
    GALLERIES

  • 210

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    এই বিষয়ে তিনি তাঁর বাবার সঙ্গে কথা বললে তিনিও তাতে রাজি হয়ে যান। এরপর যথাসময়ে ডি এন এ টেস্ট হলে যখন পরীক্ষার ফল হাতে আসে তা দেখে মাথা ঘুরে যায় ওই পিতা-পুত্রের। আচমকা এমনই এক তিক্ত সত্য সামনে আসে যা জেনে সুখের সংসার মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পরে।

    MORE
    GALLERIES

  • 310

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    এই ঘটনা বিস্তারিত নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই যুবক। ডেইলি স্টার ইউকে-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ বছর বয়সি এক যুবক তাঁর গল্পটি সোশ্যাল মিডিয়া সাইট রেডডিটে শেয়ার করেছেন।

    MORE
    GALLERIES

  • 410

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    ওই যুবক তাঁর পোস্টে জানান, তিনি কাজ করে যে পকেটমানি পেয়েছেন, তার মাধ্যমে কয়েক হাজার টাকা জমিয়েছিলেন তিনি। হটাৎই কার্যত শখে পরেই নিজের ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেন ওই যুবক।

    MORE
    GALLERIES

  • 510

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    সে তাঁর বাবার সঙ্গে কথা বললে তিনিও এ বিষয়ে রাজি হন। প্রায় ৮,০০০ টাকা খরচ করে দুজনের ডিএনএ পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল বেরতেই হতবাক ওই যুবক ও তাঁর বাবা। কী এমন ছিল সেই রিপোর্টে?

    MORE
    GALLERIES

  • 610

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    রিপোর্ট বলছে ওই যুবক ও তাঁর বাবার ডিএনএ মিলেছে ২৯.২ শতাংশ। যদিও যেহেতু নিকটতম আত্মীয় তিনি, তাই বাবা ও ছেলের ডিএনএ এ কিন্তু অপেক্ষাকৃত বেশি মেলা উচিত। এত কম ডিএনএ খুঁজে পাওয়া মানেই দুজনের সম্পর্ক দূরের। কিন্তু এটা কী ভাবে সম্ভব হল?

    MORE
    GALLERIES

  • 710

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    সত্য জানার পর থেকেই সাংঘাতিক অশান্তিতে দিন কাটাতে শুরু করেন ওই যুবক। একদিন তিনি লক্ষ্য করলেন যে তার এবং তার সৎ ভাইয়ের চেহারার মধ্যেই বেশ মিল। এমনটা পর্যবেক্ষণ করার পরেই কার্যত কৌতূহলের বশবর্তী হয়ে ওই যুবক তাঁর সৎ ভাই ও তাঁর ডিএনএ (ডিএনএ টেস্ট) টেস্ট করান। এরপরেই ওই যুবককে চমকে দিয়ে নতুন রিপোর্টে দেখা যায় তাঁর সৎ ভাইয়ের ডিএনএর সঙ্গে মিলেগিয়েছে তাঁর ডি এন এ। আর এই রিপোর্ট হাতে আসার পরেই ওই যুবকের সামনে নতুন সত্য প্রকাশ্যে আসে।

    MORE
    GALLERIES

  • 810

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    মহিলা স্বীকার করে নেন যে ওই যুবকের কাকার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। যার কারণেই তাঁর সন্তানের জন্ম হয়েছিল। গোটা সত্য জানতে পেরে গভীরভাবে মর্মাহত হন ওই যুবক। একইসঙ্গে বুঝতে পারেন, এতদিন যাঁকে তিনি তাঁর কাকা ভেবে চলছিলেন, তিনি আসলে তাঁর বাবা।

    MORE
    GALLERIES

  • 910

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    যুবক বুঝতে পারেন, যাঁকে এতদিন তিনি তাঁর বাবা বিশ্বাস করে বড় হয়েছেন, তিনি আসলে তাঁর বাবা নন। বরং তিনিই তাঁর কাকা। যুবক তাঁর এতদিনের পিতাকে এ কথা জানালে তিনিও এই প্রতারণার খবর ও রিপোর্টে ওই বিস্ফোরক প্রমাণের তথ্য পেয়ে কার্যত ভেঙে পড়েন।

    MORE
    GALLERIES

  • 1010

    Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!

    যুবক তাঁর পোস্টে এও জানান, ঘটনার পরে গোটা পরিবার বিক্ষিপ্ত হয়ে যায় এবং তাঁর বাবা-মা আলাদা হয়ে যান। ভাইরাল এই পোস্টে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরাও। অনেকেই স্বান্তনা দিয়েছেন ওই যুবককে।

    MORE
    GALLERIES