সত্য জানার পর থেকেই সাংঘাতিক অশান্তিতে দিন কাটাতে শুরু করেন ওই যুবক। একদিন তিনি লক্ষ্য করলেন যে তার এবং তার সৎ ভাইয়ের চেহারার মধ্যেই বেশ মিল। এমনটা পর্যবেক্ষণ করার পরেই কার্যত কৌতূহলের বশবর্তী হয়ে ওই যুবক তাঁর সৎ ভাই ও তাঁর ডিএনএ (ডিএনএ টেস্ট) টেস্ট করান। এরপরেই ওই যুবককে চমকে দিয়ে নতুন রিপোর্টে দেখা যায় তাঁর সৎ ভাইয়ের ডিএনএর সঙ্গে মিলেগিয়েছে তাঁর ডি এন এ। আর এই রিপোর্ট হাতে আসার পরেই ওই যুবকের সামনে নতুন সত্য প্রকাশ্যে আসে।