Viral News: নিজের ও বাবার 'টেস্ট' করাল ছেলে...! রিপোর্ট বেরোতেই মায়ের বিরাট পর্দাফাঁস, চোখের সামনে অন্ধকার মুহূর্তেই!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral || DNA Test: নেহাতই মনের খেয়ালে নিজের ও বাবার ডিএনএ পরীক্ষা করিয়েছিলেন এক যুবক। পরীক্ষার রেজাল্ট বের হলে তাঁর তো চক্ষু চড়কগাছ! জানা গেল যাঁকে বাবা ভাবতেন, তিনি আদৌ তাঁর জৈবিক পিতা নন। তবে কে ছিলেন বাবা? কেই বা জন্ম দিয়েছেন তাঁকে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সত্য জানার পর থেকেই সাংঘাতিক অশান্তিতে দিন কাটাতে শুরু করেন ওই যুবক। একদিন তিনি লক্ষ্য করলেন যে তার এবং তার সৎ ভাইয়ের চেহারার মধ্যেই বেশ মিল। এমনটা পর্যবেক্ষণ করার পরেই কার্যত কৌতূহলের বশবর্তী হয়ে ওই যুবক তাঁর সৎ ভাই ও তাঁর ডিএনএ (ডিএনএ টেস্ট) টেস্ট করান। এরপরেই ওই যুবককে চমকে দিয়ে নতুন রিপোর্টে দেখা যায় তাঁর সৎ ভাইয়ের ডিএনএর সঙ্গে মিলেগিয়েছে তাঁর ডি এন এ। আর এই রিপোর্ট হাতে আসার পরেই ওই যুবকের সামনে নতুন সত্য প্রকাশ্যে আসে।
advertisement
advertisement
advertisement