Malda News: বেআইনি কারবারের আঁতুড়ঘর আজ শিক্ষার আলোয় আলোকিত, বদনাম ঘুচে মেধা তালিকায় শিরোনামে কালিয়াচক
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Harashit Singha
Last Updated:
Malda News: গত কয়েক বছরে পরিবর্তন হয়েছে কালিয়াচকের, বেআইনি কার্যকলাপ কমেছে এখন শিক্ষার দিকে এগিয়ে মালদহের কালিয়াচক। এতেই খুশি কালিয়াচকের সাধারণ মানুষ।
মালদহ: বোমা বারুদের আঁতুড়ঘর হিসাবে পরিচিত ছিল কালিয়াচক। বেআইনি কার্যকলাপে একসময় বারবার শিরোনামে এসেছে মালদহের কালিয়াচকের নাম। এই কালিয়াচক থেকেই একসময় চোরাচালান থেকে শুরু করে নানান বেআইনি কার্যকলাপ চলত। গত কয়েক বছরেই একেবারে বিপরীত মুখে চলছে মালদহের কালিয়াচক। এখন আর বেআইনি কার্যকলাপের জন্য নয়, কালিয়াচকের নাম শিরোনামে উঠে এসেছে মেধার দিক থেকে।
একেবারে চমকে দেওয়ার মতন পরিবর্তন মালদহের কালিয়াচকের। গত কয়েক বছর ধরেই পরিবর্তনের ধারা শুরু হয়েছিল কালিয়াচকে। তবে এবার সমস্ত কিছুকে ছাপিয়ে দিয়েছে এই পরিবর্তন। মাধ্যমিকের ফলাফলে নজর কারা সাফল্য এই কালিয়াচকের। স্থানীয় বাসিন্দা মহম্মদ কুরবান শেখ বলেন, শিক্ষার মাধ্যমে সমাজের পরিবর্তন হয় আমরা এখন খুব খুশি কালিয়াচক শিক্ষার দিকে এগোচ্ছে। একসময় কালিয়াচকের বদনাম ছিল। এখন পরিবর্তন হয়েছে আমাদের ভাল লাগছে।
advertisement
advertisement
এবার মেধাতালিকায় মালদহের চারজন মাধ্যমিক পরীক্ষার্থীর নাম উঠে এসেছে। প্রত্যেকেই কালিয়াচকের ছাত্র। তারা প্রত্যেকেই একটি বেসরকারি মিশনে পড়াশোনা করত। স্থানীয় মোজমপুর হাজী শেখ সুভানী বিশ্বাস হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারা। মাধ্যমিকের ফল বেরোতেই হৈচৈ ফেলে কালিয়াচক। শিক্ষায় পারে একমাত্র সমাজকে পরিবর্তন করতে। তার এক জ্বলন্ত উদাহরণ মালদহের কালিয়াচক। একসময় শিক্ষার দিক থেকে পিছিয়ে ছিল এই প্রত্যন্ত এলাকা। সেই সময় থেকে নানান বেআইনি কার্যকলাপ কালোবাজারি হয়ে এসেছে এখান থেকে। পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্তের চোরা কারবার একসময় এই অঞ্চল দিয়ে ব্যাপক পরিমাণে হয়েছে।
advertisement
সময়ের সঙ্গে বদলেছে মানুষ। বর্তমান প্রজন্ম এখন শিক্ষার দিকে এগোচ্ছে। গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ভাল ফল হচ্ছে এই কালিয়াচক থেকে। এমনকি এই অঞ্চলের অনেকেই এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত। এই সমস্ত হওয়ার ফলে বদলেছে কালিয়াচকের ছবি। বেসরকারি মিশন স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ উজির হোসেন বলেন, সমাজে শিক্ষা পারে অনেক কিছুই বদলাতে এই কালিয়াচকের বদনাম একসময় দিল্লি পর্যন্ত পৌঁছেছে। আমরা চেষ্টা করেছিলাম এই বদনাম ঘোঁচানোর জন্য।এখন শিক্ষার দিকে এগোচ্ছে এই কালিয়াচক আমাদের খুব ভাল লাগছে।
advertisement
এখন আর বেআইনি কার্যকলাপ তেমন দেখা যাচ্ছে না কালিয়াচকে বরং শিক্ষার দিকে জেলা সদরকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে গিয়েছে এই কালিয়াচক। খুশি আশেপাশের বাসিন্দারাও। যে কালিয়াচকের নাম একসময় বদনাম হয়েছে, সেই কালিয়াচক এখন শিক্ষার দিক থেকে শিরোনামে। এতেই খুশি কালিয়াচকের সাধারণ মানুষ।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 2:57 PM IST