Malda News: কুলিক এক্সপ্রেসে ওঠার পরই...! চলন্ত ট্রেনে যা ঘটল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রীর সঙ্গে, জানলে শিউরে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
Malda News: কুলিক এক্সপ্রেসে করে কলেজ যাওয়ার পথে মাঝপথে নিখোঁজ ভিন রাজ্যে পাঠরত মালদহের ইঞ্জিনিয়ারিং এর ছাত্রী, ফারাক্কা ব্রিজ থেকে উদ্ধার ফোন, ব্যাগ সহ যাবতীয় সরঞ্জাম।
মালদহ: মালদহে রহস্যজনকভাবে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রী। পার্শ্ববর্তী রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। বাড়ি থেকে ট্রেনে করে রওনা দিয়েছিল কলেজের উদ্দেশ্যে। তারপর মাঝপথে নিখোঁজ। ফারাক্কা ব্রিজে পাওয়া গেল ছাত্রীর ব্যাগ, মোবাইল-সহ বিভিন্ন সরঞ্জাম। সেতুতে গুরুত্বপূর্ণ জিনিসপত্র পেয়ে পুলিশে জমা দেন এক ব্যক্তি। এরপর পুলিশ খোঁজ দিয়েছে বাড়িতে। অপহরণের আশঙ্কা পরিবারের।
মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারদুয়ারির বাসিন্দা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রী। পড়াশোনা করতেন ঝাড়খন্ডের দুমকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। রবিবার হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে কুলিক এক্সপ্রেসে করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক ছিল রামপুরহাট স্টেশনে নামবে। সেখান থেকে আরেকটি ট্রেন ধরে যাবে দুমকা।
advertisement
advertisement
মালদহ টাউন স্টেশনে ট্রেন ঢোকার আগে শেষবার পরিবারের সঙ্গে ফোনে কথা হয়। কিন্তু, তারপর থেকে নিখোঁজ। এদিকে ফারাক্কা ব্রিজে পাওয়া যায় তার ব্যাগ, মোবাইল-সহ অন্যান্য সরঞ্জাম। এক ব্যক্তি সেইসব জিনিস এনটিপিসি ফাঁড়িতে জমা দেয়। সেখান থেকে খবর আসে মেয়েটির পরিবারের কাছে। এই মুহূর্তে চরম দুশ্চিন্তায় রয়েছে পরিবারের লোকেরা।
advertisement
ঘটনায় হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের দ্বারস্থ হয় পরিবার। ঘটনায় উদ্বিগ্ন মন্ত্রীও। পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে মন্ত্রীর। ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 07, 2025 1:03 PM IST