Malda News: আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ীর অভাব দূরীকরণে পাড়ার 'দাদু'দের হৃদয়স্পর্শী পদক্ষেপ! স্যালুট জানানোর মতো ঘটনা মালদহে

Last Updated:

Malda News: আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ী মালদহের খেলোয়াড় পলাশের পাশে দাঁড়ালেন পাড়ার 'দাদুরা'। মন ভাল করা দৃশ্য মালদহে। তাঁদের এমন পদক্ষেপে ভবিষ্যতে আরও ভাল ফলাফল করার সুযোগ মিলবে আশা করা যায়।

+
পলাশকে

পলাশকে উন্নতমানের জুতো উপহার 'দাদুদের'

মালদহ, জিএম মোমিন: জেলা স্তর, রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হয়ে খেলেছে জাতীয় ও আন্তর্জাতিক স্তর। তবে ফলাফল করতে পারেনি চাহিদা মতো। সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পায়ের জুতো। তাই এবারে সেই উঠতি খেলোয়াড়ের সমস্যার সমাধানে এগিয়ে এলেন এলাকার ‘দাদুরা’। আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ী মালদহের খেলোয়াড় পলাশের পাশে দাঁড়ালেন পাড়ার ‘দাদুরা’। নিজেদের অর্থে কিনে দিলেন খেলার দামি রানিং সু। প্রায় ১২ হাজার টাকা ব্যয়ে খেলার এই দামি জুতো কিনে দিলেন এলাকার ‘দাদুরা’।
মালদহের ইংরেজবাজারের বাহান্ন বিঘা এলাকার বাসিন্দা পলাশ মণ্ডল। ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরের এশিয়ান ইউথ গেমস প্রতিযোগিতায় ব্রোঞ্জ এনে জেলা-সহ দেশের নাম উজ্জ্বল করেছে। তবে জুতো উন্নতমানের থাকলে ফল আরও ভাল হতে পারত বলে দাবি পলাশের। ব্রোঞ্জ‌ আনলেও জুতো ভাল থাকলে প্রথম কিংবা দ্বিতীয় স্থান অধিকার করতে পারত সে।
advertisement
advertisement
পলাশ জানিয়েছে, এই জুতো তার আগামীর স্বপ্নপূরণ করবে। দাদুরা এর আগেও তার পাশে দাঁড়িয়েছে। এবার এই জুতো পরে সামনে বছর অলিম্পিকসে অংশগ্রহণ করবে। রেস ওয়াকিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যেমন জুতো প্রয়োজন সেই জুতো কিনে দিয়েছেন ‘দাদুরা’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
পলাশের কোচ অমিতাভ রায় জানান, “খেলাধুলায় অত্যন্ত মেধাবি পলাশ মণ্ডল। তবে পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় খেলাধুলার সামগ্রী ক্ষেত্রে সমস্যা হয় তার। এতদিন তার কাছে রেস ওয়াকিং প্রতিযোগিতায় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল পায়ের জুতো। তবে সেই সমস্যা সমাধান করেছেন এলাকার ‘দাদুরা’।” দাদুদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পলাশের পরিবার থেকে এলাকাবাসীরা। দাদুদের এমন সহযোগিতা আগামীতে উৎসাহ বাড়াবে জেলার খেলোয়াড়দের বলে অভিমত অনেকের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: আন্তর্জাতিক খেলায় ব্রোঞ্জ জয়ীর অভাব দূরীকরণে পাড়ার 'দাদু'দের হৃদয়স্পর্শী পদক্ষেপ! স্যালুট জানানোর মতো ঘটনা মালদহে
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement